VIDEO: সাহসী ঝলক দেখালেন সুন্দরী যুবতী ‘কাভালা’ গানে দুধ সাদা শাড়িতে, ভিডিও দেখে নিন

Published By: Khabar India Online | Published On:

VIDEO: সাহসী ঝলক দেখালেন সুন্দরী যুবতী ‘কাভালা’ গানে দুধ সাদা শাড়িতে,ভিডিও দেখে নিন।

এখনকার দিনে ছোট-বড় নির্বিশেষে সকলের কাছেই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। অবসরের গুরুত্বপূর্ণ সঙ্গী এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখনকার প্রজন্ম পৌঁছে যেতে চায় হাজার মানুষের সামনে।

আবার উপরি পাওনা প্রশংসাও। তাদের নিরাশ করে না সোশ্যাল মিডিয়াও। সম্প্রতি সেই রকম একটি ঝলক ভাইরাল হয়েছে।

আরও পড়ুন -  সতর্কতা ও দূর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাম্প্রতিক ভাইরাল হওয়ার ঝলকে এক যুবতীকে তাঁর যথেষ্ট সাহসী ঝলক নিয়েই ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন দেখা গেছে ভিডিওতে। ইনস্টাগ্রামের ‘অনিকা বিজয়ী বিক্রামান ফ্যান পেজ’ সাম্প্রতিক ঝলকটি শেয়ার করে নেওয়া হয়েছে। এখানে ঝলকে দুধ সাদা শাড়ি এবং স্লিভলেস ব্লাউজেই দেখা দিয়েছেন।

আরও পড়ুন -  Muskan Baby: মুসকান বেবি মঞ্চ মাতালেন, ‘ভাঙ্গরা পে’ গানে, ঝলকেই উচ্ছ্বসিত নেটদর্শক

তাঁর সাহসী অবতারেই ‘কাভালা’র তালে নিজের জাদু দেখালেন নাচের মাধ্যমে। একাংশের মতে, তামান্না ভাটিয়াকেও রীতিমতো টেক্কা দিয়েছেন। সেকথা কমেন্টবক্সে নজর রাখলে স্পষ্ট হবে।

গত ১০-ই আগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’। দক্ষিণী দর্শকদের পাশাপাশি সমস্ত ভারতীয় দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছে ছবিটি।

আবার রজনীকান্তকে বড়পর্দায় দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা। সেকথা আলাদাভাবে উল্লেখ করার দরকার পরে না। এই ছবিতে ‘কভালা’ গানের তালে সকলের মন জয় করেছেন তামান্না ভাটিয়া। সাথে দেখা গিয়েছে রজনীকান্তও। সব মিলিয়ে কাভালা গানের তালে তাল মিলিয়েই একাংশের নজর কাড়ছেন।

আরও পড়ুন -  Sundarbans Coast: বিশ্ব পরিবেশ দিবসে, সুদূর সুন্দরবন উপকূল হেতালবাড়ি গ্রামে, ম্যানগ্রোভ গাছের চারা রোপণ