সাহসী ওয়েব সিরিজ প্রাইমশটের, একা দেখবেন–BOLD WEB SERIES

Published By: Khabar India Online | Published On:

এই ওয়েব সিরিজ ১৮ বছরের ঊর্ধ্বের জন্য। এখন ওভার দা টপ স্ট্রিমিং প্লাটফর্মগুলি ইন্টারনেটের দুনিয়ায় খুব জনপ্রিয়তায় রয়েছে। অ্যামাজন প্রাইম থেকে শুরু করে নেটফ্লিক্স বা Zee 5 এর মত প্ল্যাটফর্ম এখন মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এই সমস্ত প্লাটফর্মের কনটেন্ট মানুষ বেশ পছন্দ করছেন।

এমনও কয়েকটি প্লাটফর্ম আছে, যেখানে এমন কিছু ওয়েব সিরিজ নিয়ে আসে সকলের সাথে বসে দেখা যাবে না। এই সমস্ত ওয়েব সিরিজে কিছু দৃশ্য দেখতে পাবেন যা হয়তো সাধারণভাবে স্বাভাবিক বলে মানা যায় না।এই ওয়েব সিরিজে বেশ কিছু সাহসী দৃশ্য রয়েছে। এইরকম একটি প্ল্যাটফর্ম হল প্রাইমশট।

আরও পড়ুন -  Liz Truss: ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস, পদ হারানোর শঙ্কায়

প্রাইমশট অ্যাপে প্রায় রিলিজ হয় নানা ধরনের অ্যাডাল্ট ওয়েব সিরিজ। ওয়েব সিরিজের কাহিনী আবর্তিত হয় পরকিয়া সম্পর্ক নিয়ে অথবা রগরগে যৌনতাকে ভিত্তি করে। এখানে অভিনেত্রীরা লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে বলতে গেলে নগ্ন হতেও দ্বিধাবোধ করেন না। এই সমস্ত ওয়েব সিরিজ ভুল করেও পরিবারের সামনে দেখবেন না। একান্তে ঘরের কোণে কানে হেডফোন লাগিয়ে দেখা দরকার।

আরও পড়ুন -  VIDEO: গ্রামের ৫ যুবতীর অপূর্ব নাচের পারফর্ম করে দেখালেন সবুজ প্রকৃতির মাঝে, দেখলে চোখ জুড়িয়ে যাবে

সম্প্রতি ‘সিল ৪‘ এবং ‘সৌঁকিন ভাভি‘ র সাফল্যের পর এবার প্রাইমশটে রিলিজ করল ‘শাদি‘ ওয়েব সিরিজ।

প্রাইমশট এর এই নতুন ওয়েব সিরিজ রিলিজ করেছে গত ৫ ই সেপ্টেম্বর। এই সিরিজে প্রায় প্রতি মুহূর্তে আছে অন্তরঙ্গ দৃশ্য। কিছু দৃশ্য রয়েছে যা দেখে রাতের ঘুম চলে যাবে। এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিখা সিনহা। এখানে অভিনেত্রী লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে নিজের শরীর সঁপে দিয়েছেন। তাঁর কার্ভি ফিগারের জাদুতে। এই দেখে বিভোর হয়েছেন নেটদর্শকরা।এই ওয়েব সিরিজ দেখতে চাইলে ডাউনলোড করতে হবে প্রাইমশট অ্যাপে।

আরও পড়ুন -  Stadium 974: এখন শুধু সময়ের অপেক্ষা, স্টেডিয়াম ৯৭৪ ইতিহাস হতে চলেছে!