Nidhi Shah: সংসারী পুত্রবধূ বাথরুমে ফটোশ্যুট, এই ছবি দেখে মানুষ অবাক

Published By: Khabar India Online | Published On:

Nidhi Shah: সংসারী পুত্রবধূ বাথরুমে ফটোশ্যুট, এই ছবি দেখে মানুষ অবাক।

এখন হিন্দি টেলিভিশন জগৎ-এর পরিচিত নাম নিধি শাহ। ২৪ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৩ সালেই নিজের অভিনয় জীবন শুরু করেন। তবে টেলিভিশন জগৎ-এ পা রেখেছিলেন তারও দু’বছর পর ২০১৬ সালে। মুম্বাই নিবাসী এই অভিনেত্রী যথেষ্ট আকর্ষণীয়, সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন -  Neha Malik: নেহা মালিক মোহনীয় স্টাইলে সুইমস্যুটে, ভক্তরা দীর্ঘশ্বাস ছাড়লেন ছবি দেখে

তিনি অভিনয়ের পাশাপাশি বহু ডিজিটাল বিজ্ঞাপনেও কাজ করেন। পরিবারের সাথে সময় কাটাতেও পছন্দ করেন। একাধিক ঝলক তার নেটমাধ্যমে আছে।

অভিনেত্রী হিসাবে নেটদুনিয়ায় তার সক্রিয়তা যথেষ্ট বেশি। প্রায়ই নিজের কাজের একাধিক ঝলকও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেন। টেলিভিশন ভক্তদের সাথে নেটজনতার মাঝেও তার পরিচিতি দারুন। সম্প্রতি নিজের ডিজাইনার ট্রাডিশনাল লুককে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ার পাতায় ঊর্ধ্বগতিতে ছড়িয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন -  ‘পুষ্পা’ ছবির এই অভিনেত্রীকে মনে পড়ছে, বর্তমানে তাঁর চেহারা দেখুন, এবার এই গরমে ঘামতে থাকবেন

সাম্প্রতিক ঝলকে নিধি দুধ সাদা ডিজাইনার নেটের শাড়িতেই ক্যামেরার সামনে হাজির ছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Nidhi Shah (@nidz_20)

পরেছিলেন স্লিভলেস ডিপ ফ্রন্ট এবং ব্যাক কাটিং মানানসই ব্লাউজও। খোলা হেয়ার স্টাইলে, নিউড গ্লসি মেকাপ করেছিলেন। চোখের ভাব ভঙ্গি আবেদনের ছাপ ছিল স্পষ্ট। এদিন অভিনেত্রী খুব সম্ভবত কোন অনুষ্ঠানেই এই সাজে উপস্থিত হয়েছিলেন।

আরও পড়ুন -  VIDEO: দুর্দান্ত বেলি ডান্স সুন্দরী যুবতীর ‘রাম লীলা’ গানে, পাতলা কোমরের দিকে তাকিয়ে রয়েছে

মিরর সেলফি তোলার সাথে বাথরুমের বাথটবের উপর বসেও দিয়েছিলেন পোজ। বলাই বাহুল্য, অভিনেত্রীর এই দিনের একাধিক ঝলক এই মুহূর্তে ভাইরাল একাংশের মাঝে। রূপে মুগ্ধ নেটভক্তরা। তার ঝলক রয়েছে কমেন্টবক্সেই।