VIDEO-কালো শাড়িতে উষ্ণতার রূপ দেখালেন এই সুন্দরী ‘ফেভিকল’ গানে, কারিনা কাপুরকেও টেক্কা

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে বর্তমান প্রজন্মের সামনে সোশ্যাল মিডিয়া অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়েছে। সকলে প্রায় সোশ্যাল মিডিয়া অবসরের সঙ্গী হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণের একাংশ পৌঁছে যেতে চান বহু মানুষের সামনে।

তার নিজের প্রতিভাকে প্রকাশ করতে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। সেক্ষেত্রে নিরাশ করে না এই নেটজগত। এই মুহূর্তে তেমনি এক যুবতীর প্রতিভার কথা প্রকাশ পেয়েছে। তার নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই একাংশের মাঝে চর্চার আলোয় এলেন।

আরও পড়ুন -  হাওড়া'র ৪৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির, আয়োজনে, দেবাঞ্জন চৌধুরী

এখনকার দিনে দাঁড়িয়ে এই প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম। আবার তাদের কাছে অবসরের সঙ্গী সাথী। এই সোশ্যাল মিডিয়াতে নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন। অপরদিকে সোশ্যাল মিডিয়াও নিরাশ করে না তার নেটদর্শকদের। একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে নিজেদের নেটনাগরিকদের জন্য প্রস্তুত থাকে সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্লাটফর্ম।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি কৃতি নায়ার নামের এক যুবতীর অফিসিয়াল ইনস্টা অ্যাকাউন্ট থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। এই ঝলকে কৃতিকে ‘ফেভিকল’ গানের তালেই রিল বানাতে দেখা গেছে। এদিন কালো শিফনে, খোলা চুলে ক্যামেরার সামনে দেখা দিয়েছিলেন কৃতি। চোখে মুখে ছিল আবেদনের স্পষ্ট প্রকাশ।

আরও পড়ুন -  Haryanvi Dance: রচনা তিওয়ারির নাচ ৪৪০ ভোল্ট, নীল স্যুট পরে সিল্কি-সিল্কি নাচলেন

নেটদর্শকদের একাংশের মতে, এদিন পর্দার কারিনা কাপুর খানকেও টেক্কা দিয়েছেন। কৃতির ঝলকের কমেন্টবক্সে নজর রাখলে পরিষ্কার হয়ে যাবে। সেখানে বেশিরভাগই ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন। এই প্রথম নয়, আগেও নিজের নাচের ঝলকের সূত্র নিয়ে ভাইরাল হয়েছেন কৃতি।

আরও পড়ুন -  রিল বানালেন ‘চান্দ সে পার্দা’ গানে, বৌদির দিকে তাকালে মন গলে... VIDEO