লোকজন বলছে, ‘টেক্কা দিলেন স্বপ্না চৌধুরীকেও’, সাদা স্যুটে সেক্সি ডান্স দেখালেন ডলি শর্মা

Published By: Khabar India Online | Published On:

এখনকার সময়ে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হচ্ছে হরিয়ানভি স্টেজ ড্যান্স শো। যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন, তাহলে অবশ্যই স্বপ্না চৌধুরীকে জানেন।

ইন্টারনেট জগতে প্রায় লাইমলাইটে থাকছেন এই তারকা। স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার ভক্তরা। এখন কিন্তু হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে স্বপ্না চৌধুরী ছাড়াও জনপ্রিয়তা পাচ্ছেন আরও কয়েকজন তারকা। তাঁদের স্টেজ শো দেখতেও প্রচুর মানুষ দেখতে চান। সেই রকম তারকা হচ্ছেন ডলি শর্মা।

আরও পড়ুন -  কোমল রঙ্গিলি হরিয়ানভি গানের সাথে নাচ উত্তাপ চড়চড় বাড়িয়ে দিলেন, দেখুন (VIDEO)

সোশ্যাল মিডিয়াতে ডলি শর্মার জনপ্রিয়তা এখন ঊর্ধ্বমুখী। এখন বেশিরভাগ হরিয়ানভি স্টেজ ডান্স শোতে দেখা যাচ্ছে এই ডান্সারকে। এনার ফ্যান ফলোয়ার প্রচুর। তিনি যখন স্টেজে পারফর্ম করতে শুরু করেন আট থেকে আশি সকলেই ভিড় উপচে পরে।

আরও পড়ুন -  Gordon Moore: গর্ডন মুর প্রয়াত, ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতা

গানের তালে তাঁর লাস্যময়ী কায়দায় নাচ পছন্দ সকলের। তার স্টেজ শোতে ভিড় স্বপ্না চৌধুরীকেও ছাপিয়ে যাচ্ছে। তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে মুহূর্তের মধ্যে ভাইরাল। প্রচুর মানুষ লাইক এবং কমেন্টের বন্যা করে দেয়।

সম্প্রতি ইউটিউবে ডলি শর্মার একটি ভিডিও ব্যাপক ভাইরাল। ভিডিওতে দেখা গেছে, সাদা সুট পরে হরিয়ানভি গান ‘কাছা কাট লে‘ এর তালে লাস্যময়ী কায়দায় তুমুল নাচ দেখালেন।

আরও পড়ুন -  উফ মোমেন্টের শিকার Nia Sharma, পাশ থেকে দেখা গেল, ব্রালেস পোশাকে বিপত্তি

তাঁর বোল্ড ড্যান্স দেখে নিয়ন্ত্রণ হারিয়েছেন সেখানকার উপস্তিত ভক্তরা। এই নাচ যেন বয়স্কদের যৌবনের উস্কানি দেওয়া। কিউট এক্সপ্রেশন দেখে ফ্ল্যাট হয়ে গেছে যুবকরা। ভিডিওটি দেখলেই বলবেন ডলি শর্মা যা নাচ দেখালেন টেক্কা দেবেন স্বপ্না চৌধুরীকে।