আসতে করে কোমর দোলালেন সুন্দরী যুবতী ‘দিল লে গায়ি’ গানে, পরনে দুধ সাদা শাড়ি, নেটদর্শকরা জুম করে ভিডিও দেখছে

Published By: Khabar India Online | Published On:

আসতে করে কোমর দোলালেন সুন্দরী যুবতী ‘দিল লে গায়ি’ গানে, পরনে দুধ সাদা শাড়ি, নেটদর্শকরা জুম করে ভিডিও দেখছে।

এখনকার দিনে সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। বহু জন এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে নিজের প্রতিভাকে নিয়ে অনেক মানুষের সামনে চলে যাচ্ছেন এক মুহূর্তে।

তাতে ফলও পেয়েছেন।এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় সব কিছু ভাইরাল হয়। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তিনি সফল হবেন। এখন এই কথা বলার দরকার নেই।

আরও পড়ুন -  Portugal-Switzerland: কোয়ার্টার ফাইনালে পর্তুগাল, সুইজারল্যান্ড-কে ৬-১ গোলে হারিয়ে

সম্প্রতি সেই রকম এক সুন্দরী যুবতী শাড়ি লুকেই নিজের নাচের প্রতিভাকে কাজে লাগালেন, সাথে পৌঁছে গিয়েছেন বহু মানুষের সামনে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের কাছে।

সোশ্যাল মিডিয়ায় এই প্রজন্মের কাছে উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। তা বলাই বাহুল্য। এক্ষেত্রে ইনস্টাগ্রাম এই প্রজন্মের কাছে অন্যতম একটি মাধ্যম।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে এক যুবতীকে দুধ সাদা শাড়িতেই ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে। বলিউডের ‘দিল লে গায়ি’র মিউজিকের তালেই কোমর দুলিয়েছেন হালকা করে। তিনি ডিজাইনার ব্যাকলেস ব্লাউজেই এদিন নিজের লুক ক্যারি করেছিলেন এই যুবতী। খোলা চুলে, মানানসই দুল এবং লাল চুড়ি পরেছিলেন।

আরও পড়ুন -  Madhuboni Goswami: শুধু গোপাল সেবা, কেন এই কথা ?

তার হাতে ঘড়িও ছিল। প্রাণ খুলে হাসিমুখেই খোলা আকাশের নীচে বানিয়ে ছিলেন নিজের এই রিল ভিডিও। ‘বিউটি মডেল অনলি’ নামের একটি ইনস্টা পেজ থেকেই নেটজনতার একাংশের মাঝে সেই ঝলক ভাইরাল হয়েছে।

আরও পড়ুন -  Web Series: স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে গভীর ঘনিষ্ট রিধিমা তিওয়ারি, পুরো সিরিজ জুড়ে মশলাদার দৃশ্যে ভরপুর