Haryanvi Dance: এই হরিয়ানভি নৃত্যশিল্পী রচনা তিওয়ারিকেও টপকে গেলেন, ভাইরাল হলো ঝলক

Published By: Khabar India Online | Published On:

Haryanvi Dance: এই হরিয়ানভি নৃত্যশিল্পী রচনা তিওয়ারিকেও টপকে গেলেন, ভাইরাল হলো ঝলক।

প্রায় ভাইরাল হয়ে থাকে নেটজগতে হরিয়ানভি গানের ভিডিও। এই রকম গানের সাথে নাচতে দেখা যায় সকলকে। হরিয়ানভি ডান্সার হিসাবে আরতি ভোরিয়া পরিচিত দর্শকদের কাছে। সেখানকার জনপ্রিয় কিছু নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজে নাচ দেখার জন্য বসে থাকেন মানুষ।

আরও পড়ুন -  উষ্ণতা ছড়ালেন সঞ্জনা ভিজে শরীরে নেটজগতে, ছবি দেখা মাত্র ‘ক্লিন বোল্ড’ পুরুষ দর্শকরা

নিজের নাচের প্রতিভার মাধ্যমেই বহু মানুষের কাছে পরিচিত পেয়েছেন। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

‘রচনা তিওয়ারি সোনটেক’ নামের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই আরতি ভোরিয়ার নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে কয়েকদিন আগে। এই মুহূর্তে নেটমাধ্যমে তার নাচের ভিডিওটিই পৌঁছে গিয়েছে বহু মানুষের সামনে।

আরও পড়ুন -  Misty Singh: অভিনেত্রী মিষ্টি সিং পার্শ্ব চরিত্রে অভিনয় করেও রাজকীয় জীবনযাপন করেন

তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে আরতিকে জনপ্রিয় হিট ধামাকেদার হরিয়ানভি গান ‘ছাম ছাম কারতি’র তালেই রীতিমতো তার দর্শকদের মন মাতাতে দেখা গিয়েছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে আরতিকে লাল রঙের সালোয়ার কামিজেই দেখা গেছে। সেই সাথে মানানসই হলুদ ওড়নাও নিয়েছিলেন। উল্লেখ্য, জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গান ‘ছাম ছাম কারতি’র তালেই এদিন নৃত্য পরিবেশন করেন। নেটজগতে হরিয়ানভি দর্শকদের একাংশের মনও জয় করেছেন।

আরও পড়ুন -  Chhath Puja Song: ছট উৎসবে এই গানটি হবেই, দেখুন জনপ্রিয় গানের ভিডিও

সেকথা অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে। উল্লেখ্য, সম্প্রতি আরতি ভোরিয়ার এই নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই আবার নেটভক্তদের একাংশের কাছে চর্চিত হলেন।