সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হোক না কেন, বাড়িতে বসে সিরিজ দেখার আলাদা মজা আছে। এখন দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছেন।
কখনোই এই ওয়েব সিরিজগুলো সকলের সামনে দেখা যাবে না। অবশ্যই প্রাইভেসি মেনে। এই ধরনের ওয়েব সিরিজ গুলোকে দেখার জন্য মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়।বড়দের সামনে অথবা ছোটদের সামনে একেবারেই দেখা যাবে না।
সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা হচ্ছে।নানান ওয়েব প্ল্যাটফর্ম যেমন-উল্লু, প্রাইম শর্টস এবং সিনে প্রাইমতে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে বহু গল্প নিয়ে সিরিজ রিলিজ হচ্ছে।
নতুন প্রজন্ম রীতি মতন পাগল এই সব দেখার জন্য। এই প্রজন্ম তাদের প্রত্যেকের হাতেই এখন স্মার্ট ফোন আছে। ব্যস্তময় জীবনে টেলিভিশনের সিনেমা দেখার সময় হয় না। ঠিক সেই সময় রাতে স্মার্ট ফোন দিয়ে OTT প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে। এই সিরিজগুলো দেখতে গেলে প্রাইভেসি মানতে হবে।
এখন উল্লু তে ‘সাহাদ টু ‘ রিলিজ হয়েছে। এখানে দেখা গেছে,এক নারী তার স্বামীর সঙ্গে কিছুতেই শারীরিকভাবে সুখী নন।স্বামী ঠিক যতটা ভাবে তাকে শারীরিকভাবে সুখী করতে চাইছেন, তিনি আসল সময় গিয়ে বারবার হেরে যাচ্ছেন। তাদের এই পুরো বিষয়টা দরজার বাইরে দেওয়াল ফুটো করে এক যুবক দেখতে থাকেন।
এই কাণ্ড দেখে, তিনি নিজের মধ্যেও সেই শারীরিক চাহিদা অনুভব করেন। এরপর সেই নারীর সঙ্গে তার একটা অবৈধ সম্পর্ক শুরু হয়ে যায়। হঠাৎই সে লক্ষ্য করে, তার গোপনাঙ্গে আঘাত লেগেছে। তারপরেই সেই গৃহবধূ তার জন্য মধু নিয়ে আসে। শুরু করেন তার চিকিৎসা। এই পুরো গল্পটার মধ্যে মধুর একটা বিশেষ ভূমিকা দেখতে পাওয়া গেছে।
ছেলেটি গৃহবধূ চলে যাবার পরে খেয়াল করেন, তার বাড়িতে কতগুলি গোলাপ গাছের কাঁটা পড়ে রয়েছে। বোঝাই যাচ্ছে, গৃহবধূ ছলে বলে কৌশলে গোলাপ কাঁটা তার কোন ভাবে তার পোশাকে রেখে দিয়েছিল, যার ফলে সে গোপনাঙ্গে ব্যথা পায়।এরপর কি হবে? তা দেখার জন্য বা জানার জন্য পুরো ওয়েব সিরিজ লক্ষ্য করুন। গত বছর সেপ্টেম্বর মাসে রিলিজ হয়ে গেছে।