VIRAL: পবন সিং নয় নিরাহুয়া না, এবার অন্য পুরুষের সঙ্গে রোমান্স আম্রপালির, একদম একলা দেখবেন

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে হিন্দির সাথে বড় হয়েছে বহু আঞ্চলিক ভাষায় বিনোদন দুনিয়া। সবার উপরে রয়েছে ভোজপুরী ইন্ডাস্ট্রি। এখন প্রায় বিভিন্ন ধরনের ভোজপুরী গান, নাচ এবং ছবি ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে।

গোটা দেশব্যাপী দর্শক রয়েছে এই ধরনের ভোজপুরী গানের ভিডিওর। এখন আবার বাংলা থেকেও অনেকেই এই ভোজপুরী গানের ভক্ত হয়েছেন।এর কারণ এখানে, উত্তেজনাপূর্ণ গানের ভাষা সাথে গানের ভিডিওর মাঝে নায়ক এবং নায়িকার গভীর ঘনিষ্ঠতা।

ভোজপুরী ইন্ডাস্ট্রির মূল আকর্ষণ হলেন এই ইন্ডাস্ট্রির নায়িকারা। এনাদের শারীরিক ভাষাতে ফুলে ফেঁপে উঠেছে এই জগৎ। এখানকার ইন্ডাস্ট্রির কয়েকজন নামকরা অভিনেত্রী হলেন মোনালিসা, অক্ষরা সিং, প্রিয়াঙ্কা সিং ও স্বপ্না চৌধুরী।

আরও পড়ুন -  চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ছে, বিজ্ঞপ্তি প্রকাশ

এখনকার সময়ে অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey) বেশ নজর কাড়ছেন ভোজপুরী ছবির সাথে গানে। অপরদিকে ইন্ডাস্ট্রির উদীয়মান নায়কদের মধ্যে অন্যতম হলেন সমর সিং (Samar Singh)।তার অভিনয়ের পাশাপাশি নাচের শৈলী দেখেই মুগ্ধ দর্শকরা।

এই দুই তারকার একটি গানের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ‘পাতর কমরিয়া’ গানের ভিডিওটি এখন ট্রেন্ডিং ভিডিওর তালিকায় এসে গেছে। এই ভিডিওর শুরুতেই গৃহবধূর অবতারে ধরে দিয়েছেন নায়িকা। পরনে তার গোলাপি রংয়ের শাড়ি এবং দুধসাদা রংয়ের টাইট ব্লাউজ। শরীরে মানানসই জুয়েলারি। অভিনেত্রীর মেকআপও বেশ দারুন।

আরও পড়ুন -  VIDEO: নীরাহুয়া ফুলশয্যার মজা নিলেন দুই নায়িকার সাথে, চোখ কপালে দর্শকদের ভিডিও দেখে

এই গানটি মূলত রোমান্টিক গান হওয়ার কারণে ভিডিও তে রোমান্স এবং শারীরিক হিল্লোলের জোয়ার উঠেছে।এটা দেখে মাতাল হয়েছে নেটভক্তরা। ভিডিওর পুরোটা জুড়ে নায়কের সঙ্গে ফাঁকা জায়গায় রোমান্স করতে দেখা গেছে নায়িকাকে। ভিডিওর সিংহভাগ অংশে নির্জন খোলা জায়গায় প্রকৃতির সাথে নায়ক এবং নায়িকার রোমান্স রয়েছে।

আরও পড়ুন -  Gas Cylinder Price: আগস্টের শুরুতে গ্যাস সিলিন্ডারের দাম কমেছে, সাধারণ মানুষের মধ্যে আনন্দ

এখানে সাহসী সব দৃশ্যের সাথে চটুল লিরিক্স গানটিকে এক অন্য মাত্রা নিয়ে গেছে।

এই গানের ভিডিও এখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ইউটিউবে। ‘সমর ফিল্ম এন্টারটেইনমেন্ট’ নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে ভিডিওটি। ভিডিওটি দেখেছেন লক্ষাধিক মানুষ। ‘সমাজ মে পরিবর্তন’ ছবির এই গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা সিং। এবার আপনি দেখুন।