শিক্ষিকা Aliya Naaz সীমা অতিক্রম করলেন ছাত্রের সাথে, জনপ্রিয়তায় ঊর্ধ্বমুখী ‘মিসেস টিচার ২’

Published By: Khabar India Online | Published On:

এখনকার সময়ে যে সমস্ত ওয়েব সিরিজ দেশে সবথেকে জনপ্রিয় তার মধ্যে হলো আলিয়া নাজ অভিনীত মিসেস টিচার। হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় সব থেকে জনপ্রিয় অভিনেত্রী।

সুন্দর চেহারায় তিনি সবাইকে কুপোকাত করে ফেলছেন তার অভিনয়ের মাধ্যমে। কিছুদিন আগেই জনপ্রিয় ওয়েব সিরিজ প্লাটফর্ম প্রাইম শর্টসে একটি অসাধারণ ওয়েব সিরিজ রিলিজ হলো। যেখানে তাকে হাঁটুর বয়সী এক ছাত্রের সঙ্গে মাখোমাখো সম্পর্কে মেতে গেলেন।

আরও পড়ুন -  Vande Bharat Train: বন্দে ভারত এক্সপ্রেসে ঘুমিয়ে সফর করতে পারবেন, সুসংবাদ দিল রেল

এই ওয়েব সিরিজে আলিয়া স্কুলের শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। আরেকজন কলিগ তাকে পুরুষ বন্ধু পাতানোর কথা বলেন। আলিয়া এই কথায় প্রচন্ড রেগে গিয়ে বলেন, এই স্কুলে যে টিচাররা রয়েছেন তারা প্রত্যেকেই বয়স্ক, তাদের সঙ্গে প্রেম করা যায় না। সেই সময়ে আরেকজন স্টাফ এসে বলেন শিক্ষকদের সঙ্গে নয়, তিনি তো স্টুডেন্টদের সঙ্গে প্রেম করার কথা বলছেন। ছাত্রের সঙ্গে সম্পর্কে নিয়ে কথা হচ্ছে।

আরও পড়ুন -  এইভাবে স্বামীকে ঠকিয়ে অপর পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হলেন রিধিমা তিওয়ারি, সব দরজা বন্ধ করুন

দেখা যায় একটি স্কুল বাসে করে তিনি বাড়ি ফিরছেন। সেখানেই আলাপ হয় একজন ছাত্রের সাথে। সেখানে ছাত্রের এক বান্ধবীও ছিলেন।

সেই বান্ধবীর সাহচর্য একেবারেই পছন্দ হচ্ছে না আলিয়ার। যখন ছাত্রের সঙ্গে তার বান্ধবীর একটা দূরত্ব তৈরি হয় তখনই ছাত্রের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় নায়িকার। যদিও এই রকম ওয়েব সিরিজে সম্পর্ক দেখানো হয় তা স্বাভাবিকভাবে মেনে নেওয়া খুবই অস্বস্তিকর। ওয়েব সিরিজের জনপ্রিয়তা প্রমাণ করে, আপনি যতই মন থেকে বিষয়টা না মেনে নিতে পারুন না কেন, অনেকেই এই ওয়েব সিরিজ দেখতে পছন্দ করছেন এখন।

আরও পড়ুন -  নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের, আর ঠকতে হবে না জমি কিনতে

তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলুন Prime Shorts।সাথে সাবস্ক্রিপশন গ্রহণ করুন।মিসেস টিচার পার্ট ২ তারপর দেখুন।