বাবা নিরালার কুকীর্তি আশ্রমের ভিতরে, সাহসিকতার সীমা চুরমার করে দিলো এই ওয়েব সিরিজ

Published By: Khabar India Online | Published On:

নানান ওয়েব মিডিয়াতে বহু সিনেমা রিলিজ হয়েছে। যার রস চেটেপুটে গ্রহণ করছেন নেট ভক্তরা। যতই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক, বাড়িতে বসে সিনেমা দেখার মজা আলাদা। এখন নেট ভক্তরা ভালোভাবে জেনে গেছেন।

কিন্তু অবশ্যই প্রাইভেসি রেখে। এই রকমের ওয়েব সিরিজগুলিতে অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়।যেটা বড়দের সামনে অথবা ছোটদের সামনে একেবারেই দেখতে পারবেন না। সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা হচ্ছে। নানান ওয়েব প্ল্যাটফর্ম যেমন-উল্লু তে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে বহু গল্প নিয়ে সিনেমা রিলিজ হচ্ছে। যেটা দেখে নেট ভক্তদের মধ্যে উন্মাদনার আনন্দ ধরে না।

আরও পড়ুন -  Web Series: দুষ্টু যুবকটি গ্রামের ভাবির পিছনে পড়লো, যদি ১৮+ হন তবেই দেখা যাবে ওয়েব সিরিজটি

প্ল্যাটফর্মগুলি এই বোল্ড দৃশ্যগুলিকে সাজিয়েছে এই প্রজন্মের জন্য। এই রকমের ‘ইরোটিক’ ওয়েব সিরিজগুলো এতো সুন্দর করে সাজানো যে একবার নয়, বহু বার মণ চাইবে দেখতে। একটা কথা মনে রাখবেন, এই দৃশ্যগুলো বাড়ির সকলের সামনে দেখতে পারবেন না। এর জন্য আলাদা নিজস্ব জায়গা খুঁজতে হবে দেখার জন্য।

আরও পড়ুন -  Mimi Chakraborty: দেবী দুর্গা রূপে মিমি চক্রবর্তী, ভিডিও দেখুন

এই প্রজন্মের হাতে এখন সময় খুব অল্প, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সময় নেই। সেই জন্য এখন হাতে আছে স্মার্ট ফোন তাতেই কেল্লাফতে। এখনকার এই প্রজন্ম ঝুঁকছে নানান রকমের ওয়েব সিরিজ দেখার জন্য।

বেশ কিছুদিন ধরে নেট জগতে জনপ্রিয়তার ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। এমএক্স প্লেয়ারের দারুন ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’। এই ওয়েব সিরিজটি রিলিশ হবার আগেই বেশ চর্চিত ওয়েব সিরিজ। এখানে অভিনয় করেছেন ববি দেওল সাথে আছেন হট অভিনেত্রী এষা গুপ্তা।

আরও পড়ুন -  Indrani Haldar: নোংরা দৃষ্টি ছিল শরীর জুড়ে প্রযোজকের, বেঁচে যান ইন্দ্রানী

ওয়েব সিরিজ মানেই দেখানো হবে শয্যা দৃশ্য। বিশেষ করে এই ওয়েব সিরিজের সব রোমান্টিক দৃশ্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। ববি দেওলের সাথে এষার রোমান্টিক দৃশ্য দেখে সবার ভালো লেগেছে। এই সিরিজে সাসপেন্সও রয়েছে।

হটবম্ব অভিনেত্রী এষা গুপ্তা এবং ত্রিধার বেড দৃশ্য বা সিন দেখেও মজা উপভোগ করছেন নেট ভক্তরা। আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ওয়েব সিরিজ মির্জাপুর। সেটিও নাম হয়েছিলো।