সুন্দর যুবতী প্রকৃতির সাথে ‘শাল তলে বেলা ডুবিল’, দুর্দান্ত নাচ VIDEO

Published By: Khabar India Online | Published On:

এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ মাধ্যম।এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের কাছে চলে যাচ্ছেন মুহূর্তে।

হাতে গরম ফলও পাচ্ছেন। এই সময়ে সোশ্যাল মিডিয়ায় কিছুই ভাইরাল হতে বিশেষ সময় নেয় না। যদি কোন প্রতিভাবান মানুষ নিজের প্রতিভাকে সকলের সামনে যেতে চান, তিনি সহজে পৌঁছে যান।

আরও পড়ুন -  আলো-অন্ধকারে ছোট স্কার্টে ফ্লান্ট করছেন ভোজপুরি অভিনেত্রী Akshara Singh, ভিডিয়ো ছড়াল ঝড়ের গতিতে

যেমন নিজের গান, নাচ ও আঁকা বা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি জয়ন্তী চক্রবর্তী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে চলে গেলেন লাখো মানুষের সন্মুখে।

পরিচিত পেয়েছেন নেটিজেনদের একাংশের কাছে। সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়েছে। আর বলার দরকার নেই।

আরও পড়ুন -  ঘামাচি ও র‌্যাশ থেকে রেহাই

জয়ন্তী চক্রবর্তী নিজের ইউটিউব চ্যানেল ‘জে সি ওয়ার্ল্ড’ থেকে একদিন আগে এই নাচের ভিডিওটি শেয়ার করে নিয়েছেন। ১ দিনের মধ্যেই ভিডিওটি পৌঁছে গিয়েছে ৫ হাজারের কাছাকাছি মানুষের সামনে। এই জনপ্রিয় ফোক গান ‘শাল তলে বেলা ডুবিল’র তালে দেখা গিয়েছে জয়ন্তীর। প্রকৃতির সাথে, খোলা আকাশের নীচে, গ্রাম বাংলার পরিবেশে নৃত্য পরিবেশন করেছেন।

আরও পড়ুন -  Pooja Hegde: নায়িকা এবার পূজা যশের বিপরীতে

নৃত্য পরিবেশনের সময় জয়ন্তী চক্রবর্তীর পরনে ছিল কমলা রঙের মেখলা। মানানসই গয়না এবং খোলা চুলে ছিলেন তিনি। তিনি যথেষ্ট দক্ষভাবে নৃত্য পরিবেশন করেছেন।তিনি যে নৃত্য পরিবেশনা যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত, নাচ দেখলেই স্পষ্ট হয়ে যাবে। সম্প্রতি তিনি নিজের এই নাচের ভিডিওটির সূত্র ধরেই চর্চার আলোয় এসেছেন। সেই কারণে খবরে এলেন।