Haryanvi Video: এই হরিয়ানভি নৃত্যশিল্পী মঞ্চে এমন নাচ করলেন দর্শকরা এক হাত জিভ বার করলো

Published By: Khabar India Online | Published On:

Haryanvi Video: এই হরিয়ানভি নৃত্যশিল্পী মঞ্চে এমন নাচ করলেন দর্শকরা এক হাত জিভ বার করলো।

নেট জগতে এখন প্রায় হরিয়ানভি গানের ভিডিও ভাইরাল হচ্ছে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় দর্শকদের। হারিয়ানভি ডান্সার হিসেবে প্রীতি যাদব খুব পরিচিত দর্শকদের কাছে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা।

আরও পড়ুন -  PM Kisan Samman Nidhi Yojana: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, বছরে ৬,০০০ টাকা পাওয়ার সুযোগ

তিনি নিজের নাচের প্রতিভার মাধ্যমেই বহু মানুষের মাঝে পরিচিত পেয়েছেন এখন বলার আর দরকার নেই।সম্প্রতি তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

‘রচনা তিওয়ারি সোনটেক’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকেই মানবীর এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে কিছু দিন আগে। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার নাচের এই ঝলক পৌঁছে গিয়েছে ১৩ হাজারেরও বেশি মানুষের সামনে। তিনি যখন স্টেজের উপর উঠেন মানুষের ভিড় সামলানো কঠিন হয়।

আরও পড়ুন -  LIC Jeevan Utsav Scheme: বয়স্কদের জন্য চালু করল শক্তিশালী প্রকল্প LIC

সম্প্রতি এই ভাইরাল হওয়া ঝলকে প্রীতি যাদব জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গান ‘মেরে কা দেখেগা ভার্তার’এর তালেই আসর জমাতে দেখা গিয়েছে, যেটা দেখে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন দর্শকরা।

আরও পড়ুন -  Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন

কয়েকদিন আগেকার এই ভাইরাল হওয়া ভিডিওতে প্রীতির পরনে ছিল একটি সালোয়ার কামিজ।তার সাথে আরো একজন নাচ্ছিলেন। তিনিও আসর জমাতে কোনো খামতি রাখেননি। সম্প্রতি প্রীতির নাচের এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেট দর্শকদের একাংশের মাঝে আবার চর্চায় রয়েছেন।