সুপার রোমান্টিক ভিডিও অঞ্জনা সিংয়ের, এই দেখে নিয়ন্ত্রণ হারাচ্ছেন তার নেট ভক্তরা

Published By: Khabar India Online | Published On:

সুপার রোমান্টিক ভিডিও অঞ্জনা সিংয়ের, এই দেখে নিয়ন্ত্রণ হারাচ্ছেন তার নেট ভক্তরা।

এখনকার সময়ে জমজমাট বিনোদনের অন্যতম মাধ্যম হয়েছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব প্রভৃতি। এখানে আট থেকে আশি সকলেই ব্যবহার করছেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা রয়েছে।

আরও পড়ুন -  ইস্তফা দিলেন মমতা, রাজভবনে গিয়ে, বুধবার সকালে রাজভবনে শপথগ্রহণ হবে

বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হচ্ছে। এখানে এক একটি ভিডিওতে ভিউ ও লাইকের সংখ্যা যদি দেখেন মাথা খারাপ হয়ে যাবার জোগাড়।

কিছুদিন আগেই ভোজপুরি সুপারস্টার রবি কিষান ও অভিনেত্রী অঞ্জনা সিং একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এই মিউজিক ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল। এই হিট অভিনেত্রীর বোল্ড মুভ পছন্দ হয়েছে সবার। রীতিমত ইন্টারনেট দুনিয়াতে হইচই পড়ে গিয়েছে এই মিউজিক ভিডিওর গান ও নাচ দেখে। ভোজপুরি ভিডিওটি এর নাম হল, ‘শলগালে তুম অঙ্গ সাজনা‘। অঞ্জনা সিংয়ের পাশাপাশি রবি কিষানও ব্যাপক পারফর্ম করেছেন এখানে।

আরও পড়ুন -  খোলা চুলে আজব কায়দায় নাচ, ‘শাড়ি কে ফলসা’, সুন্দরী যুবতী কে দেখে ভক্তরা পাগল, Dance Video

রবি কিষান এবং অঞ্জনা সিংয়ের আকর্ষণীয় রোম্যান্স সত্যিই মন জয় করার মতন কাজ করেছেন। তাঁদের দুষ্টু–মিষ্টি কেমিস্ট্রি দেখে লজ্জা পেয়ে যাবে। এই গানটি ‘লাভ ওর পলিটিক্স‘ সিনেমার। গানটি ইতিমধ্যেই ইউটিউবে ৯ মিলিয়নের বেশি মানুষ দেখে নিয়েছেন। এতে লাইক এবং কমেন্ট এর বন্যা করে দিয়েছে নেট ভক্তরা।

আরও পড়ুন -  ‘আর কত রাত একা থাকবো’, জনপ্রিয় গান গাইলেন অভিনেত্রী দেবশ্রী রায়, ভিডিও ভাইরাল