অদ্ভুত কায়দায় বেলি ডান্স করলো সুন্দরী যুবতী ‘আঙ্গ লাগা দে’ বন্ধ ঘরে, ভিডিও হয়ে গেলো ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া নতুন প্রজন্মের কাছে খুব গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়েছে। এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে তৈরি করে ফেলছেন নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে।

হাজার হাজার মানুষের সামনে মুহূর্তে চলে যাচ্ছেন এবং ফলও মিলছে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে সময় নেয় না। কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তিনি সফল হবেন। এই কথাটা আর বলার দরকার নেই।

যেমন কেউ নিজের গান, নাচ, আঁকা বা আবৃত্তির ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেক মানুষ তাঁর নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী হচ্ছেন এই সোশ্যাল মিডিয়ার জগতে। সম্প্রতি তেমনি শীতল পান্ডে নামের এক যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছে বহু মানুষের সামনে কয়েক মুহূর্তে। সাথে আবার পরিচিতি পেয়ে গেলেন নেট ভক্তদের একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি শীতল পান্ডে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রায় তিনবছর আগে শেয়ার করে নিয়েছিলেন নিজেই। এখন তার সেই নাচের ঝলক পৌঁছে গিয়েছে ১২ লাখেরও বেশি মানুষের হাতের সামনে। ‘রাম লীলা’র ‘আঙ্গ লাগা দে রে’র তালেই নিজের নাচের স্টুডিওতে নৃত্য পরিবেশন করেই রীতিমতো টেক্কা দিয়েছেন পর্দার দীপিকা পাড়ুকোনকে, মানছেন নেটজনতার একাংশ।

মানানসই পোশাকে খোলা চুলে এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তিনি। নিজের এই তিনবছর আগেকার নাচের ঝলকের সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে আবার প্রশংসিত হলেন শীতল পান্ডে। ভাইরাল ভিডিও দেখে নিন এখানে।