স্টেজ ড্যান্সে পাগল করলো সকলকে, প্রীতি লাথওয়ালের নাচ দেখে শিস দিতে শুরু, VIRAL ভিডিও

Published By: Khabar India Online | Published On:

স্টেজ ড্যান্সে পাগল করলো সকলকে, প্রীতি লাথওয়ালের নাচ দেখে শিস দিতে শুরু, VIRAL ভিডিও।

এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয়। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই যেমন মোবাইল ফোন আছে, ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছে। এই সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও অথবা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন -  কন্যাশ্রী বানানে কন্নাশ্রী, দিলীপ ঘোষকে ‘বর্ণপরিচয়’ বইটি দিলেন কংগ্রেস নেতা

অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করছেন।

সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় ফেলেছে।গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। এবার নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন প্রীতি লাখওয়াল। তাঁর লাস্যময়ী নাচের তাল মন জয় করে নিয়েছে সবার। এই নৃত্যশিল্পীর ভিডিও সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল। প্রীতি লাথওয়ালের স্টেজ ব্রেকিং পারফরম্যান্স ভিডিও ইউটিউব চ্যানেলে পোস্ট হয়েছে। এই নৃত্যশিল্পীকে একটি ফিট সালোয়ার স্যুটে ‘গুপ চুপ গুপ চুপ’ গানে নাচতে দেখা গেছে। লাখ লাখ মানুষ এই ভাইরাল ভিডিও দেখে নিয়েছেন।ইউটিউবে রীতিমত লাইক এবং কমেন্ট এর বন্যা করে দিয়েছে নেট নাগরিকরা।

আরও পড়ুন -  Sandipta Sen: "আমাকে জনপ্রিয় অনুষ্ঠানের প্রস্তাব প্রত্যাখ্যান করতে হয়েছিল," সন্দীপ্তা সেন