আম্রপালি ও নিরহুয়া বিছানায় বাঁধ ভাঙ্গা যৌবনের খেলায় মজলেন, ভিডিও দেখলে শরীর আরও… ! VIDEO

Published By: Khabar India Online | Published On:

আম্রপালি ও নিরহুয়া জবরদস্ত জুটি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। এই রকম জুটি এখনো আসেনি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে।এনাদের সিনেমা আসা মানেই সুপার হিট। এই জুটির সিনেমার ছোট ছোট ক্লিপিং মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই দুজনের রোম্যান্স, খুনসুটি এবং ভালোবাসা মানুষ ভীষণ পছন্দ করেন।

বলিউডে যেমন শাহরুখ-কাজলের জুটি একসময় মানুষ উপভোগ করতো, একই ফ্লেভার আছে এই দুই ভোজপুরি স্টারদের। এই জুটির মধ্যেও একই উন্মাদনা, এসেন্স কাজ করে সব সময়।

আরও পড়ুন -  Bhojpuri Video: ভাইরাল ভোজপুরি গান, ‘করিহা কোঠারিয়া মে পেয়ার’

নিরহুয়া ও আম্রপালি দুবের ফিল্ম নিরহুয়া হিন্দুস্তানি 3- (nirahua hindustani 3) এর ‘মাজা মারে মে তুরবা গহনওয়া'(maja mare mein turba gahanwa) গানটি মানুষকে আরও পাগল করে দিয়েছে এই গরমে। গানে নিরহুয়ার সাথে অভিনেত্রীর দারুণ রসায়ন দেখা গেছে। এই রকম রসায়ন দেখেই দর্শকরা খুব মুগ্ধ হয়েছেন। সেই কারণে বারবার ভাইরাল এই সিনেমার ছোট ছোট মিউজিক ভিডিও।
প্রসঙ্গত, ‘মাজা মারে মে তুরবা গহনওয়া’ গানটির সঙ্গীত দিয়েছেন রজনীশ মিশ্র। কথা লিখেছেন প্যারে লাল যাদব। ছবির প্রযোজক প্রবেশ লাল যাদব। গানটির ভেতরের দৃশ্য নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কৌতূহল রয়েছে, সেই জন্য মানুষ বারবার দেখছেন।

আরও পড়ুন -  ইন্টারনেটে ঝড়! নিরহুয়া ও অঞ্জনার উষ্ণ রোমান্সের ভিডিও

প্রসঙ্গত, খুব শীঘ্রই আম্রপালি ও নিরহুয়াকে ‘অ্যাই মিলান কি রাত’ ছবিতে দেখা যাবে। রোমান্সের পাশাপাশি হরর ছবিতেও কাজ করতে দেখা যাবে এই সুপারহিট জুটিকে। এবার চাইলে আপনিও এই ভিডিওর মজা নিয়ে দেখতে পারেন। আম্রপালি এবং নিরহুয়া’র বাঁধ ভাঙ্গা যৌবনের মিষ্টি সুবাস।

আরও পড়ুন -  এই পোজ দিয়ে নজর কাড়লেন কাজল, সরু ফিতের ব্লাউজের সাথে গোলাপি শাড়ি