এটি সাহসী ওয়েব সিরিজ নেট জগতে, গভীর রাতে দেখবেন এই ভাইরাল ভিডিও (VIRAL)

Published By: Khabar India Online | Published On:

করোনার পর থেকে সাধারণ মানুষ সিনেমা হলে না গিয়ে এখন ওয়েব সিরিজের ভক্ত হয়ে পড়েছেন। তখন করোনার জন্য সিনেমা হল বন্ধ ছিলো। তারপর থেকে মানুষ এন্টারটেইনেন্টর জন্য জগত পেয়ে যান বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের।

এই দুই তিন বছরের মধ্যে রাশি রাশি অ্যাডাল্ট কন্টেন্ট ভরে গেছে। বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম একমাত্র বোল্ড সিরিজ দেখিয়ে চলেছেন। দর্শকদের চাহিদা মতন রাতারাতি তৈরি হয়ে যাচ্ছে অ্যাডাল্ট কনটেন্ট। তার ইউএসপি হল যৌনতা এবং বোল্ড দৃশ্য। প্রায় মানুষ এই ধরনের সিরিজ দেখার মাত্রা এতটাই বাড়িয়েছে যে, এই রকম কন্টেন্ট দ্রুত রিলিজ হচ্ছে নানান সিরিজের মাধ্যমে।

আরও পড়ুন -  ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন আগামীকাল

ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ দেখার মজা হচ্ছে, শুধু আপনিই জানতে পারবেন। দ্বিতীয় কোনো ব্যাক্তি জানতে পারে না যে আপনি ঠিক কি দেখছেন বা করছেন। দুর্দান্ত প্রাইভেসি মেইনটেইন হয়, সাথে সামান্য খরচ করলেই মণের মতন সিরিজ যখন তখন দেখা। আর এখন ইন্টারনেটের সু ব্যবস্থা রয়েছে, সিরিজ দেখা কোনো ব্যাপার নেই।

আরও পড়ুন -  সুকেশের সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকলিন ৫০০ কোটির সিনেমা পাওয়ার প্রলোভনেই, ফের চাঞ্চল্য পেজ থ্রি

এখন ‘কোকু’র একটি ওয়েবসিরিজ বেশ দারুণ জনপ্রিয় হয়েছে। সেটি হল ‘ছুপি নজর’। এই সিরিজের গল্প এক নারীর জীবনকে নিয়ে। সিরিজের শুরুতেই দেখানো হয় যে, ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে গভীর ভাবে বেডরুমে নিজেদের যৌবনের জোয়ারে ভেসে চলেছেন। প্রায় খোলামেলা দৃশ্যে নিজেকে উজাড় করে মেলে ধরেছেন অভিনেত্রী শ্রেয়সী এবং রুকস খান্দাগালে। সিরিজটি দেখা যাবে কোকু প্ল্যাটফর্মে। সিরিজটির নাম ‘ছুপি নজর’, অভিনয়ে রয়েছেন রবীন্দ্র যাদব, অক্ষয়, শিবম জোশি ও ভারত মালহোত্রারা সহ আরও অনেকে।

আরও পড়ুন -  Bhojpuri: আম্রপালি দুবে লাল শাড়ি পরে নববধূ সাজে, মধুচন্দ্রিমা উদযাপন করলেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও