সাহসী ওয়েব সিরিজ OTT-র, বোল্ডনেসের অতিরিক্ত মাত্রা ছাড়ালেন অভিনেত্রী Ayesha Kapoor

Published By: Khabar India Online | Published On:

ওয়েব সিরিজে এখন বোল্ড দৃশ্য থাকে বেশি করে, কারণ দর্শক ধরে রাখার জন্য, তাই এই ওয়েব প্ল্যাটফর্মের এতো চাহিদা।

সিনেমায় যে সব দৃশ্য দেখানো যায়না, ওয়েব সিরিজে সেইসমস্ত দৃশ্য সহজে দেখানো সম্ভব। এখন ওয়েব সিরিজের দুনিয়ায় আয়েশা কাপুর একটি পরিচিত নাম। তার অভিনীত বেশিরভাগ ওয়েব সিরিজেই বোল্ড অবতারে দেখা দিচ্ছেন। তার বোল্ডনেসেই হিট সমস্ত ওয়েব সিরিজ। ‘ঝোল’ ও ‘সীল ২’তে তার আবেদন পূর্ণ অন্তরঙ্গ দৃশ্যগুলি রীতিমতো ঘুম কেড়েছে দর্শকদের।

আরও পড়ুন -  Web Series: পর পর উল্লুতে রিলিজ হচ্ছে সাহসী ওয়েব সিরিজগুলি, দেখবেন কিন্তু ঘর বন্ধ করে

আয়েশা কাপুরের কথা উঠলেই যে ওয়েব সিরিজের কথা আসবে তার নাম ‘সিয়াপা’। ওয়েব সিরিজে আয়েশা কাপুর ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিমরান খান। এই সিরিজটি ছেলে এবং বাবার মধ্যেকার খোলামেলা সম্পর্ক নিয়ে গল্প তৈরি হয়েছে। একাধিক স্ত্রী এবং বাচ্চারা আছে এই গল্পে। এখানে আয়েশা কাপুরকে এক অন্যমাত্রায় বোল্ডনেস প্রদর্শন করতে দেখা যাচ্ছে। বর্তমানে আয়েশা কাপুরের কথা আসলেই এই ওয়েব সিরিজের কথা উল্লেখ করা দরকার।

আরও পড়ুন -  বাবা নিরালার কুকীর্তি আশ্রমের ভিতরে, সাহসিকতার সীমা চুরমার করে দিলো এই ওয়েব সিরিজ

ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন আয়েশা কাপুর। দর্শকদের মাঝে তিনি একজন পরিচিত মুখ। বোল্ড অভিনেত্রী হিসেবেই বেশিরভাগ সময় দেখা দেন। ‘পরি’, ‘বাবা পাঞ্চ’, ও ‘দিল দো’র মতো একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন আয়েশা কাপুর। যে কটি ওয়েব সিরিজের নাম বলা হল সবকটি সিরিজেই অভিনেত্রী দেখা দিয়েছেন লাস্যময়ী রূপে। সেই বোল্ডনেস দেখার জন্য অপেক্ষা করেন বহু নেট দর্শকরা

আরও পড়ুন -  WB State Govt Employees Update: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ডিএ বাড়েনি, তবে অবসরের প্রক্রিয়ায় পরিবর্তন