Neelam Giri: অভিনেত্রী নীলাম গিরি, বোল্ড ক্রপটপ-হট প্যান্টে, মানুষের হৃদয় তোলপাড় করলেন

Published By: Khabar India Online | Published On:

এখনকার প্রজন্মের কাছে ভালই পরিচিত ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারা। সোশ্যাল মিডিয়ার দৌলতে তা সম্ভব হয়েছে।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই ভোজপুরি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা, বিশেষ করে অভিনেত্রীরা চর্চিত হচ্ছেন। উল্লেখ্য, ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ নীলাম গিরি। সম্প্রতি নিজের শেয়ার করা একটি রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় এলেন।

আরও পড়ুন -  Video: আকাঙ্খা দুবেকে নিয়ে দেদার রোমান্স করলেন পবন সিং, ঘুম উড়িয়ে দেবে এই জুটির কেমিস্ট্রি

অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয়। প্রায় নিজের একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করে নেন নিজের ভক্তদের সাথে। নেটদুনিয়ার পাতায় তার ভক্তের সংখ্যাও বহু। এই মুহূর্তে নিজের সাম্প্রতিক বোল্ড লুক শেয়ার করে নিয়েই একাংশের নজর কেড়েছেন এই অভিনেত্রী, আপাতত ভাইরাল একাংশের কাছে।

সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে আয়নার সামনে দাঁড়িয়েই নিজের এই রিল ভিডিওটি বানাতে দেখা গিয়েছে। এখানে অভিনেত্রীকে কালো ক্রপটপ এবং ব্লু হট প্যান্টে দেখা গিয়েছে। খোলা চুলে অভিনেত্রী নুড মেকাপ নিয়েছিলেন এদিন। গলায় পরেছিলেন একটি সুন্দর পেনডেন্টও। ফ্লন্ট করেছিলেন নিজের টোনড ফিগার, যা দেখার পর থেকে নজর সরছে না তাঁর প্রিয় ভক্তদের।

 

View this post on Instagram

 

A post shared by Neelam Giri (@neelamgiri_)

সেই সাথে ঘুম উড়েছে নেটমহলের একাংশেরও। এই ঝলক নিঃসন্দেহে তাপমাত্রা আরও বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়।

আরও পড়ুন -  Viral: ভয়ে দৌড়ে গাছের উপরে এক ব্যক্তি, রাগান্বিত ষাঁড়ের তাড়া

নিজের এই ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী নীলাম গিরি।