উল্লুর এই সিরিজ যখন দেখবেন তখনই ঘাম ঝরতে বাধ্য, সাহসী দৃশ্যে ভরপুর, একা একা দেখুন

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে নতুন প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। সুবিধামতো সময় পেলে নিজেদের মতন করে পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারছে। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা চেষ্টা করছে তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির করা, তাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম।

আরও পড়ুন -  Semi-Final: নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ে

উল্লেখ্য, এখনকার দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেজায় পছন্দ করছে। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। ‘উল্লু’ তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড ওয়েব সিরিজ, একা দেখলেও লাজ্জা লাগে নিজের। সম্প্রতি উল্লুর তেমনই একটি বোল্ড সিরিজের কথা উঠে এসেছে তার একাধিক বোল্ড ঝলকের সূত্র নিয়ে। সেই সিরিজের অফিসিয়াল ট্রেলার পুনরায় ভাইরাল হতেই মিডিয়ার পাতায় চর্চিত হচ্ছে।

আরও পড়ুন -  Kali Pujo: কালীপুজোর প্রবর্তন নিয়ে কাহিনীর অভাব নেই এই বাংলায়

উল্লুর ‘ড্রিম গার্ল’ সিরিজটি পুনরায় মিডিয়ার পাতায় উঠে এসেছে চর্চায়। চলতি বছরে ১৬’ই মে উল্লুর পর্দায় মুক্তি পেয়েছে এটি। ইতিমধ্যেই সিরিজটি দেখে ফেলেছেন দর্শকমহলের একাংশ।

আরও পড়ুন -  Top Web Series: মুহূর্তে মুহূর্তে রয়েছে ঘনিষ্ঠ দৃশ্য, গভীর রাতে একলা দেখবেন

সেই দর্শকদের একাংশের মত এই মুহূর্তে উল্লুর অন্যতম বোল্ড সিরিজ এইটা। সিরিজের মুখ্য ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি যে পর্দায় একাধিক পুরুষের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন, তা ট্রেলারে নজর দিলেই স্পষ্ট হয়ে যাবে। সেই ট্রেলার ভাইরাল হতেই চর্চায় সিরিজ সহ তার অভিনেতা-অভিনেত্রীরা।