31 C
Kolkata
Sunday, May 19, 2024

‘অর্ধনগ্ন’ অবস্থায় সৈকতে ভিডিও করার সময় পুলিশের হাতে আটক মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই বিতর্কের ঝড় তুলেছেন ২৯ বছর বয়সী এ মডেল ও বলিউডের অভিনেত্রী। এবার লকডাউনে ‘অর্ধনগ্ন’ অবস্থায় সৈকতে ভিডিও ধারণ করার সময় পুলিশের হাতে আটক হলেন এই তারকা।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গোয়া ফরোয়ার্ড পার্টির নারী শাখার পক্ষে রাজ্যের সমুদ্রসৈকত এলাকা ও সংরক্ষিত বাঁধে অশালীন অবস্থায় ভিডিও ধারণের জন্য ক্যানাক্যানো পুলিশ পুনম পান্ডের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে। বৃহস্পতিবার এই অভিনেত্রীকে আটক করেছে গোয়া পুলিশ। পিটিআইকে এ খবর নিশ্চিত করেছেন গোয়ার এসপি (দক্ষিণ) পঙ্কজ কুমার সিং। তিনি বলেন, জেরা করার জন্য পুনম পান্ডেকে আটক করা হয়েছে।

গোয়া ফরোয়ার্ড দলের পক্ষে দুর্গাদাস কামাত এ বিতর্কের জেরে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও পানিসম্পদ মন্ত্রী ফিলিপ নেরি রদ্রিগেজের পদত্যাগ দাবি করেছেন। ক্যানাক্যানোর বহু বাসিন্দা প্রশ্ন তুলেছিলেন, পুলিশ কীভাবে এ ধরনের ভিডিও ধারণের অনুমতি দিল।

আরও পড়ুন -  চাকদহ আদিবাসী মানুষের পাশে

এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। পরে গতকাল উত্তর গোয়ার একটি পাঁচতারা হোটেল থেকে ক্যালানগুটে পুলিশ আটক করে পুনম পান্ডেকে। এরপর তাঁকে ক্যানাক্যানো পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুনমের একটি ভিডিও ধারণ করা হয় গোয়ার ক্যানাক্যানোর চাপোলি বাঁধে। সংরক্ষিত ওই এলাকা পানিসম্পদ দপ্তরের আওতাধীন। এন্টারটেইনমেন্ট সোসাইটি অব গোয়ার অনুমতি ছাড়া সেখানে ভিডিও ধারণ করা বেআইনি। অবৈধভাবে ভিডিও ধারণের অভিযোগে ২৯৪ ধারায় পুনমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরে অন্য ধারাও যোগ করা হতে পারে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা ও এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁদের সাসপেন্ড করা হয়েছে, তা জানানো হয়নি। গোয়ার এসপি বলেন, অভ্যন্তরীণ তদন্ত শেষে এ নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে এটুকু জানানো হয়েছে যে তাঁদের গাফিলতির কারণেই পুনম সেখানে ভিডিও ধারণে যেতে পেরেছেন।

আরও পড়ুন -  Dr. APJ Abdul Kalam: এপিজে আবদুল কালামের ৯১ তম জন্মদিবস, শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে পালিত হচ্ছে

এর আগে ২০১৪ সালে গভীর রাতে মুম্বাইয়ের রাস্তায় অশালীন আচরণের অভিযোগে পুনমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে সতর্ক করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সে সময় খবরটি ছড়িয়ে পড়লে সম্পূর্ণ ভিন্ন এক গল্প ফেঁদেছিলেন তিনি। টুইটারে তিনি লিখেছিলেন, ‘গাড়ির ভেতর বসে আমার এক ভাইয়ের সঙ্গে গান শুনছিলাম। গাড়ির ভেতর গান শোনা নিশ্চয়ই কোনো অশালীন আচরণ নয়। অযথাই আমাকে নিয়ে এ রকম আজেবাজে খবর রটানোর কোনো মানে হয় না।’

আরও পড়ুন -  Sofia Ansari: ঢিলেঢালা পোশাক ব্রা ছাড়াই সোফিয়া আনসারি, এই ভিডিও দেখেই ঘাম...

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় পুনম। নিজের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। পুনমের তারকাখ্যাতি পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে এ মাধ্যম। বিশেষ করে ফেসবুকে তাঁর সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো। ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ২০ লাখের বেশি। পুনমের ফেসবুক পেজে আপত্তিকর ছবি ও ভিডিওর জন্য বহু অভিযোগও পেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্ভবত এ কারণেই সম্প্রতি পুনমের ফেসবুক পেজটি নিষ্ক্রিয় করেছে তারা। পরে ইনস্টাগ্রামে কর্মকাণ্ড শুরু করেছেন পুনম। সূত্র – প্রথম আলো। ছবি – সংগৃহীত।

Latest News

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন।  ভোজপুরী সিনেমা: এক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img