Anjali Arora: খিল দরজা বন্ধ ঘরে নিজের চোষা মিষ্টি আম, কাকে আদর করে খাওয়ালেন অঞ্জলি?

Published By: Khabar India Online | Published On:

অঞ্জলি আরোরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসলে কিছু একটা সাসপেন্স থাকবে। কখনো তিনি ঘরের দরজা বন্ধ করে একেবারে উদ্যম গতিতে নাচবেন, না হলে নানান রকম ফটো শুট করবেন এই রকম করে আসছেন। এবার ব্যাপারটা একেবারে উল্টে গেল, বন্ধ ঘরের দরজার মধ্যে কি যে করছেন? তিনি যে কাজটি করছেন তা দেখে সকলেই অবাক হয়ে গেলেন। অবাক হবেনাই বা কেন, এই তাপপ্রহারে মরসুমে তিনি ঘরের মধ্যে বসে বসে আম খাচ্ছেন।

সম্প্রতি অঞ্জলি আরোরার ভিডিওটি প্রায় অনেকের কাছে পৌঁছে গেছে, গরমের মরসুমে প্রত্যেকের বাড়িতে কিন্তু পাকা আমা আসা শুরু হয়ে গেছে। তারা যতই ফিগার নিয়ে সচেতন থাকুক না কেন, দু-এক টুকরো আম খেলে কিন্তু মন্দ হয় না। অঞ্জলি কেন বাদ যাবেন। তিনিও এক টুকরো আমের খোসা নিয়ে দিব্যি চুষে চুষে মনের মতন করে যাচ্ছেন।

আরও পড়ুন -  ২০২১ সালে শিশুরা বেশি কনটেন্ট আপলোড করেছে

তিনি একা নন, তার সঙ্গে আছে তার ছোট্ট একটা সঙ্গী। ছোট্ট বাড়িতে পোষা কুকুরছানা সেও কিন্তু তার চোষা এই আমের খোসা পেয়ে দিব্যি খোশ মেজাজেই আছেন। তিনি তার দিকে আমের খোসা বাড়িয়ে দিয়েছেন, অমনি সে লেজ নাড়তে নাড়তে এসে তার হাত থেকে নিয়ে নিজেও চাটতে শুরু করলো। এই প্রজাতিটির নাম বিগেল। অনেকেই এই সারমেয়টি বাড়িতে পুষে থাকে ভয়ংকর প্রভুভক্ত হয়। অঞ্জলিকে যে সে খুব ভালোবাসে তার লেজ নাড়া দেখেই বোঝা গেল।

আরও পড়ুন -  হাঁটুর বয়সী যুবক কাকিমার গোপন চাহিদা মেটালেন, এই শর্টফিল্ম একা একা দেখবেন

অঞ্জলি অরোরা মানেই আমরা তাকে সারাক্ষণ নাচের ভিডিও বা এমনি ভিডিও শুট করতে অথবা ফটোশুট করতে দেখি। এমন ধরনের বাড়িতে থাকা সাধারণ মেয়ের মতন হালচাল করতে খুব একটা তাকে দেখতে পাওয়া যায় না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার এটাই মজা। অভিনেতা, অভিনেত্রীরা কিভাবে তাদের জীবন যাপন করছেন, তাদের নতুন করে তারা প্রেমে পড়লেন কিনা কিংবা তারা বাড়ির মধ্যে কিভাবে দিন কাটাচ্ছেন, সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের অনুরাগীরা জানতে পারছেন মুহূর্তের মধ্যে।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuaofficially)