Dance Video: প্রশংসায় ভড়িয়ে দিলেন মানুষ, দুর্দান্ত বেলি নাচ এই নৃত্যশিল্পীর, ‘জারা জারা’র তালে

Published By: Khabar India Online | Published On:

এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া নতুন প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে চলে যাচ্ছেন কয়েক মুহূর্তে।

সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তিনি সফল হন।

আরও পড়ুন -  Weather Update: রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি, সাইক্লোনিক সার্কুলেশন, বাংলাদেশের কাছে

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়াতে।

সম্প্রতি তেমনি দিপালী বশিষ্ঠ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে।  তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের।

আরও পড়ুন -  Team India: রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ, টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ কে?

সাম্প্রতিক এই চর্চিত ভিডিওটি একবছর আগে ‘টুইন্স এন্টারটেইনমেন্ট’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। এখন সেটি ৫০ হাজারেরও বেশি মানুষের কাছে চলে গিয়েছে। এই ভিডিওতে দিপালী বশিষ্ঠকে দুর্দান্ত বেলি নাচ পরিবেশন করতে দেখা গিয়েছে। উপযুক্ত নাচ পোশাকেই ছিলেন।

আরও পড়ুন -  Madhurima Basak: উন্মুক্ত নিম্নাঙ্গ ফাইন পোশাকে, হট লুকে নজর কেড়েছেন, ‘গুড্ডি’-র শিরিন!

বলিউডের অন্যতম জনপ্রিয় হিট রোমান্টিক গান ‘জারা জারা’র তালেই দেখা মিলেছিল দিপালীর। গানটি শোনা গিয়েছিল প্রয়াত গায়ক কেকের কন্ঠে। উল্লেখ্য, এর আগেও দিপালীর একাধিক দক্ষ নাচের ভিডিও নজর কেড়েছে নেটজনতার একাংশের।