Sunita Baby: মঞ্চ মাতালেন সুনিতা বেবি, ‘কাটি পাক্কা আঙ্গুর’ গানে, ঝলক রইলো

Published By: Khabar India Online | Published On:

 হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। এদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী,  যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে।

 সম্প্রতি স্বপ্না চৌধুরী নন, সুনিতা বেবির দুর্দান্ত নাচের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

 হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে সুনিতা বেবি অন্যতম। সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘কাসানা ক্রিয়েশন’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি ভিডিও পুনরায় চর্চার আলোয় এসেছে।

আরও পড়ুন -  Shubman Gill: শুভমান গিল, শচীন ও কোহলিকে পিছনে ফেললেন, ভারতীয় ওপেনার ইতিহাস গড়লেন ওয়ানডে-তে ডাবল সেঞ্চুরি করে

ভিডিওতে সুনিতাকে একটি জনপ্রিয় হরিয়ানভি গান ‘কাটি পাক্কা আঙ্গুর’এর তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। তার এই ধামাকেদার হরিয়ানভি নাচ মন মাতিয়েছে হরিয়ানভি দর্শকদের একাংশের। নজর কেড়েছে তার অনুরাগীদেরও। কালো রঙের সালোয়ার কামিজই দেখা গিয়েছিল সুনিতা বেবির পরনে।

আরও পড়ুন -  Bhojpuri Song: এই অভিনেতার সাথে রোমান্সে মত্ত আম্রপালি, নীরাহুয়াকে বাদ দিয়ে, দর্শকরা কি জানালেন?

উল্লেখ্য, সুনিতা বেবির এই নাচের ভিডিওটি ১ বছর আগের। ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়।

তার নাচ দেখে সমস্ত দর্শকরাও বেশ উচ্ছ্বসিত। ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে। ১ বছর পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় সুনিতা বেবির এই নাচের ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন।

আরও পড়ুন -  নতুন বছর এই শীতের আমেজে চড়ুইভাতি ডায়মন্ডহারবার