Anjali Arora: ওয়ানপিসে ফিগার ফ্লন্ট করলেন অঞ্জলি, কালো অফশোল্ডার, পোজ দিলেন মিষ্টি হাসি মুখেই

Published By: Khabar India Online | Published On:

নতুন প্রজন্মের কাছে অন্যতম পরিচিত মুখ অঞ্জলি আরোরা।  ‘কাঁচা বাদাম’ খ্যাত অভিনেত্রী তিনি। উল্লেখ্য, এই গানের সাথে রিল বানিয়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপে’এও দেখা মিলেছিল তার। সেই শোয়ের পরেই তার একটি এমএমএস ভিডিও ভাইরাল হয়। অবশ্য সেই নিয়ে মিডিয়াতে কম চর্চা হয়নি। লক আপে এসে নিজের জীবনের একাধিক তথ্যও সামনে এনেছিলেন।

আরও পড়ুন -  Viral: উন্মুক্ত নাভি, ‘পিপল অন দা ফ্লোর’ গানে কোমর দোলালেন মোনা

এই মুহূর্তে নিজের সাম্প্রতিক রিল ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী।

অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার ভালো সক্রিয় তিনি। থেকে থেকেই কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায়। বিভিন্ন কারণে কটাক্ষের শিকারও হতে হয় তাকে। সেই ঘটনা নতুন কিছু নয় অভিনেত্রীর কাছে।

আরও পড়ুন -  Dance Video: দারুন শরীরী আবেদন এই যুবতীর ভোজপুরি গানে, নেটভক্তরা ‘উফ’ বলছে

তারকা জগৎ’এর সদস্য হওয়ার সুবাদে এমন একাধিক ঘটনার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।

‘ডিএনপি ইন্ডিয়া’ নামের ইউটিউব চ্যানেল থেকে অঞ্জলি আরোরার একটি ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে, যেখানে তাকে কালো অফশোল্ডার ওয়ানপিসে দেখা গিয়েছে।

আরও পড়ুন -  IPL 2023: ৪ বলের ব্যবধানে ২টি ক্যাচ ধরলেন মার্করাম, উড়ে এসে

হাইহিলে, হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। চুলে লাগিয়েছিলেন ক্লিপও। ঠোঁটে বজায় রেখেছিলেন হালকা হাসি। সম্ভবত রয়েল চ্যালেঞ্জার্সের কোন একটি অনুষ্ঠানে কিংবা সাপোর্টার হিসেবেই হাজির হয়েছিলেন অভিনেত্রী। পোজ দিয়েছিলেন পাপারাজিৎদের সামনেও।