41 C
Kolkata
Sunday, April 28, 2024

বাংলা নববর্ষে নতুন আশা নতুন স্বপ্ন

Must Read

বাংলা নববর্ষ নিয়ে কবিতা। 

স্বপ্নপুরী সংসারের রঙিন বসন্ত
শুভ নববর্ষে শুভেচ্ছা সবাইকে জানাই।
ফুলের গন্ধ, ফুলের রং, সব মিশে যাক
সবার উজ্জ্বল হোক জীবন, সফলতা লাভ করে যাক।

বছরের শেষে এসেছে এক নতুন দিন
আশার ফুলে ফুলে দান করি সবাইকে শুভকামনা জানাতে।
সবাই নতুন লক্ষ্য নিয়ে আগামী দিনে
খুব সুন্দর এক জীবন যাবে সফলতার সন্তানে।

তারপর সব দিনের মতো চলে যাক জীবন,
সবার সঙ্গে ভালোবাসা নিয়ে থাকতে জান।
বদলে গেছে ক্যালেন্ডারের পাতা,
বাধা পরিত্যাগ করো সব আলোচনা।

আরও পড়ুন -  Facebook: বন্ধ হবে ফেসবুক আইডি, ‘প্রোটেক্ট’ না করলে

স্বপ্ন দেখো, লক্ষ্য করো, সফলতা লাভ করো,
কাজে লাগো জীবন, করো মানুষকে সেবা।
জীবন একটি ছোট সময়, একটি সুন্দর যাত্রা,
সেটি ভালো করো সবাই, হাসির মাঝে ভুল ভাবনা।

তারপর জীবন চলে যাক দীর্ঘ এক পথে,
সুখে দুঃখে সবাই হবে সঙ্গী।
বসন্তের ফুলের মতো হৃদয় খুলে দাও,
জীবনের সব দুঃখ সেই ফুলের মতো মরে যাও।

আরও পড়ুন -  Swastika Mukherjee: নানা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, নামী স্কুলে মেয়েকে ভর্তি করার সময়

দেশ দুর্গতি করুণ থেকে মুক্ত হোক,
মানুষ সবার সঙ্গে ভাইবোনের মতো থাকুক।
শান্তি সমৃদ্ধি আমাদের সবার হাতে,
সবাই মিলে একসাথে দিয়ে মানবতার প্রতি অঙ্গীকার জানাতে।

তারপর সবাই যথাযথ সম্মান করুন,
সবার সঙ্গে ভালোবাসা নিয়ে থাকুন।
অপরাধ থেকে দূরে থাকুন সদা,
জীবন করুন সফল আবহাওয়া।

আরও পড়ুন -  শুভ জন্মদিন দাদা, মহারাজের আজ ৪৯ তম জন্মদিন

জীবন একটি সম্পর্ক, একটি আবেগ,
ভালোবাসা একটি শক্তি, যা দিয়ে সব পারি।
আশার আলোকে ভালোবাসা ছড়িয়ে দাও,
সবার জীবন সুন্দর হবে এক নতুন দিনের প্রতিফলনে।

শেষ লাইনে বলছি সবাইকে,
একটি সুন্দর জীবন করুন সবাই সঙ্গে।
বাংলা নববর্ষ উজ্জ্বল হোক সবার জন্য,
সমস্ত আশা সফল হোক সবার সঙ্গে যেথা সেথা।

ছবিঃ সংগৃহীত

Latest News

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ‘ভূতের ভবিষ্যৎ-এর ‘আত্মারাম’

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ‘ভূতের ভবিষ্যৎ-এর ‘আত্মারাম’।  এক বিহারি রিক্সাওয়ালার ভূত। ‘ভূতের ভবিষ্যৎ’ এর এই চরিত্রটিকে জনপ্রিয় করে তোলার কৃতিত্ব অভিনেতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img