চুরি হওয়া রেলের জিনিস উদ্ধার

Published By: Khabar India Online | Published On:

জয়ন্ত সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল কুলটি ۔۔۔۔গত ৭-৮ মাসে চুরি হওয়া রেলের বেশ কিছু জানালা দরজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির চবকা এলাকায়।

সম্প্রীতি জানা যায় গত ৭-৮মাস আগে রেলের বেশ কিছু জিনিস পত্র চুরির ঘটনা ঘটেছিল। সূত্র মারফত খবর পেয়ে সোমবার রাত ১০ টা নাগাদ রেল ও কুলটি পুলিশ যৌথ ভাবে চবকা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করলো রেলের দরজা জানালা ও বেশ কিছু জিনিসপত্র সহ আটক করে শেখ রাজু নামে এক ব্যক্তিকে।

আরও পড়ুন -  Abhishek Chatterjee: মেয়ের জন্মদিন পালন হলো অভিষেকের ইচ্ছা অনুযায়ী!

ধৃত শেখ রাজু জানান যে লকডাউন এর আগে সীতারামপুর এলাকার বাবু ঠিকাদারের কাছ থেকে ১৩ হাজার টাকার বিনিময়ে রেলের জিনিসপত্র কিনেছিলাম। যদিও বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ওই ব্যক্তির জিজ্ঞাসাবাদ শুরু করেছে রেল পুলিশ।

আরও পড়ুন -  বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিক্ষোভ ও জুতো দেখালো তৃণমূল সমর্থকরা