33 C
Kolkata
Saturday, May 18, 2024

সময়সীমা বাড়লো, আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক, বড়ো স্বস্তি সাধারণ মানুষের

Must Read

বর্তমানে, আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা খুব শীঘ্রই শেষ হয়ে যেতে চলেছে। আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যেই লিংক করিয়ে ফেলতে হবে প্যান কার্ড ও আধার কার্ড। এবার এলো বড় স্বস্তির খবর।

অন্যদিকে বাড়ানো হয়েছে ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা। আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করানো নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এই গুরুত্বপূর্ণ কাজের শেষ দিন ছিল ১ এপ্রিল ২০২৩। এত কিছু লিংক করার কাজ নিয়ে রীতিমত দিশেহারা হয়ে গিয়েছিলেন অনেকে।

আরও পড়ুন -  Aadhaar card: বড় নির্দেশিকা আধার কার্ড আপডেট নিয়ে, ইউআইডিআই জারি করল

এবারে বড় স্বস্তি দিয়ে এই সময়সীমা বৃদ্ধি করলো জাতীয় নির্বাচন কমিশন। এই সময় সীমা বৃদ্ধি করে আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত করে দেওয়া হয়েছে।

আধার কার্ড ও ভোটার কার্ড আপনি কিভাবে লিংক করবেন? এই লিংকিং এর বিষয়টা অত্যন্ত সহজ।  আপনাকে প্রথমে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে গিয়ে কয়েকটি ধাপ পার করতে হবে। তাহলেই আপনার আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

১. প্রথমে আপনাকে NVPS এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে ঢুকে ফর্মস অপশনে ক্লিক করতে হবে।
২.  ওয়েবসাইটে রেজিস্টার থাকলে নিজের ইউজার নেম ও পাসওয়ার্ড ও ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে।

আরও পড়ুন -  Aadhaar Card: কি কি করতে পারবেন পরিবর্তন অনলাইনে আধার কার্ডে, অফলাইনেই হবে কি আপডেট? বিস্তারিত জানুন

৩. যারা রেজিস্টার্ড নন, তারা Don’t have account, Register as a new user অপশনে ক্লিক করতে হবে, তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা কোড দিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে। এরপরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে। ওটিপি, এপিক নম্বর ও পাসওয়ার্ডের মতো প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনাকে নিজেকে রেজিস্টার করতে হবে পোর্টালে।

আরও পড়ুন -  PAN-Aadhaar কার্ড লিঙ্ক কাদের করতে হবে ৩১ মার্চের মধ্যে, নির্দেশিকার খুঁটিনাটি সরকারি জানুন

৪. এরপর আপনাকে FORM 6B তে ক্লিক করতে হবে ও নিজের রাজ্য ও বিধানসভা অথবা সংসদীয় নির্বাচন কেন্দ্র বেছে নিতে হবে।

৫. এবার নিজের ব্যক্তিগত তথ্য, ওটিপি ও আধার নম্বর প্রদান করতে হবে, প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে।

৬. এবার আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে ও তারপর আপনি নিজের আবেদন ট্র্যাক করার জন্য একটি রেফারেন্স নম্বর পাবেন। খুব শীঘ্রই আপনার আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করে দেওয়া হবে।

প্রতীকী ছবি

Latest News

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img