লজ্জায় পরবেন দেখলে, আম্রপালি ও নিরাহুয়া রোমান্সে মাতলেন দরজায় তালা দিয়ে গোটা রাত, VIDEO দেখুন

Published By: Khabar India Online | Published On:

আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়।

আরও পড়ুন -  Dil Do: ঘনিষ্ঠ হলো চামেলী টাকার জন্য বসের সাথে, এই ঝলকে তাপমাত্রা বাড়লো নেটজগতে

এখনকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন।

ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়।

আরও পড়ুন -  VIRAL: কাজল-এর শরীরী মাদকতায় মাতাল হলেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

ভোজপুরি ইন্ডাস্ট্রির নীরাহুয়া এবং আম্ভ্রপালি দুবে এক জনপ্রিয় নাম। সম্প্রতি এই জুটির একটি নতুন গান সোশ্যাল মিডিয়াতে সুপারহিট হয়েছে। গানেতে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সাহসী অভিনেত্রী আম্রপালি দুবের একাধিক অন্তরঙ্গ দৃশ্য দেখা গিয়েছে। সেই সমস্ত সাহসী দৃশ্য বলিউড ইন্ডাস্ট্রি চিন্তাও করতে পারে না। দীনেশ লাল যাদব ও আম্রপালির ভোজপুরি গানটির নাম, “খোলে দি কেভাদিয়া ভাইল ভোর”।

আরও পড়ুন -  ভোটার আইডির সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক, জেনে নিন কীভাবে করবেন!

গানে নীরাহুয়া এবং আম্রপালি দুবেকে বেডরুমে রোমান্স করতে দেখা গিয়েছে। তাঁদের লাস্যময়ী কেমিস্ট্রি দেখে লজ্জা পেয়ে যাবেন আপনিও। জনপ্রিয় গানটি গেয়েছেন কল্পনা এবং শ্যাম দেহাতি। ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেট দুনিয়াতে।