Russia: চীনে বৃহত্তম তেল সরবরাহকারী রাশিয়া, সৌদিকে ছাড়িয়ে

Published By: Khabar India Online | Published On:

সৌদি আরবকে ছাড়িয়ে গেছে রাশিয়া, চীনের কাছে তেল বিক্রির ক্ষেত্রে। চলতি ২০২৩ সালের প্রথম দুই মাসে রাশিয়া, চীনে ১৫.৬৮ মিলিয়ন টন তেল রপ্তানি করেছে। যার অর্থ হচ্ছে প্রতিদিন রাশিয়া চীনে প্রায় ২০ লাখ ব্যারেল তেল পাঠিয়েছে।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২২ সালের একই সময়ে রাশিয়া থেকে চীনে প্রতিদিন তেল রপ্তানির পরিমাণ ছিল ১৫ লাখ ৭০ হাজার ব্যারেল। এই হিসাবে গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি বছরের প্রথম দুই মাসে রাশিয়া থেকে চীনে তেল রপ্তানির পরিমাণ বেড়েছে শতকরা ২৩.৮ ভাগ।

আরও পড়ুন -  Volodymyr Zelensky: রাশিয়ার সাথে আলোচনায় রাজি ইউক্রেন, ক্ষতিপূরণের শর্তে

সৌদি আরব থেকে চীন এই দুই মাসে আমদানি করেছে ১৭ লাখ ২০ হাজার ব্যারেল তেল। গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সৌদি আরব থেকে চীন প্রতিদিন তেল আমদানি করেছিল ১৮ লাখ ১০ হাজার ব্যারেল।

আরও পড়ুন -  UNICEF: ৪৮ লাখ শিশু যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছে, ইউনিসেফ সোমবার জানিয়েছে

গত বছর রাশিয়া ছিল চীনের দ্বিতীয় প্রধান তেল সরবরাহকারী দেশ। গত বছর রাশিয়া থেকে চীনের তেল রপ্তানি করা হয়েছে ৮৬.২ মিলিয়ন টন। গত বছর সৌদি আরব ছিল চীনের শীর্ষ তেল সরবরাহকারী দেশ।

আরও পড়ুন -  Jeff Bezos: ফুটবল টিম কিনতে ওয়াশিংটন পোস্ট বিক্রি করছেন? জেফ বেজোস

গত বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে, রাশিয়ার তেলের মূল্য প্রতি ব্যারেল ৬০ ডলার ঠিক করে দেয়। তাতে রাশিয়া বিশেষ করে ইউরোপের বাজারে তেল পাঠানো অনেকাংশে কমিয়ে দেয়, সেই তেল তুলনামূলক কম দামে চীনের কাছে বিক্রি করে।

ছবিঃ সংগৃহীত