গোপনে কাজল রাঘওয়ানির ঘরে গেলেন নিরহুয়া, হানিমুনে আম্রপালিকে ছেড়ে, তারপর VIDEO

Published By: Khabar India Online | Published On:

একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে সম্প্রতি নেটদুনিয়ায়। গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তিন জনপ্রিয় প্রথম সারির তারকাকে। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে, দীনেশ লাল যাদব এবং কাজল রাগওয়ানীকে দেখা গিয়েছে।

তিন জনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম তিন প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে দর্শকদের মাঝে।  সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, ভিউজ এই মুহূর্তে কোটিতে আছে।

আরও পড়ুন -  জলমগ্ন রেলওয়ে স্টেশন, পরিবর্তিত হলো গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথ

কাজল রাগওয়ানী এবং আম্রপালি দুবে দুজনেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির জনপ্রিয় তারকা। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দীনেশ লাল যাদবের সাথে দুজনকেই ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে।

আরও পড়ুন -  Poonam Pandey: সশরীরে বিশেষ বার্তা পুনমের, ‘বেঁচে আছি আমি’

‘ঝুমকা ঝুলানিয়া দিয়া’ এই জনপ্রিয় ভোজপুরি গানের সাথেই পর্দার সামনে ফুলশয্যার দৃশ্যে দেখা গিয়েছে তাদের। একইসাথে দুজনের মন রাখতে দেখা গিয়েছে অভিনেতাকে। সম্প্রতি এই পুরানো ভোজপুরি গানের ভিডিওটি ভাইরাল হতেই খুশি তাদের ভক্তমহলও।

ভিডিওতে দুই অভিনেত্রীর সাথেই একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে দীনেশ লাল যাদবের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

আরও পড়ুন -  Bhojpuri Song: আলোড়ন সৃষ্টি করেছে অঞ্জনা এবং নীরাহুয়া'র রান্নাঘরে রোম্যান্স, ভিডিও এসেছে সামনে

‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস্ ভোজপুরি’ নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে ৬ বছর আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। উল্লেখ্য, গানটি ডবল ট্রাবলের গান।

গানের কথা দিয়েছিলেন পেয়ারে লাল যাদব। সুর দিয়েছিলেন রাজেশ এবং রাজনীশ। গানটি গেয়েছিলেন কল্পনা।