সঞ্জয় দত্ত একই ঘরে অভিষেক পত্নীর সাথে, নেটদুনিয়ায় শোরগোল, ভিডিও ভাইরাল হতে, VIDEO

Published By: Khabar India Online | Published On:

সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন নব্বইয়ের দশকের। নামের সাথে যুক্ত রয়েছে বিশ্বসুন্দরীর তকমাও। মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন তিনি।

একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বর্তমানে বড়পর্দা থাকে বেশ কিছুটা দূরে থাকলেও নিজের দাপট আগের মতোই বজায় রেখেছেন তিনি। পর্দায় অভিনেত্রীকে এখনো একঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরা।

আরও পড়ুন -  Radhika Apte: অভিনেত্রীর নগ্ন ক্লিপ ফাঁস, পরিবারের সামনে একদম না

অপরদিকে সঞ্জয় দত্ত বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বড় একটি নাম। বর্তমানে বড়পর্দায় তাকে সেভাবে দেখা যায় না। এই ৬৩ বছর বয়সেও‌ সাধারণের মাঝে নিজের জনপ্রিয়তা কায়েম রেখেছেন অভিনেতা।

কারণে অকারণে মিডিয়ার পাতায় চর্চা চলে তাকে নিয়ে। তিনি নিজের ব্যক্তিগত জীবনের সূত্র ধরেই বেশি চর্চিত মিডিয়ার পাতায়। সম্প্রতি অভিষেক পত্নী এবং সঞ্জয় দত্ত পুনরায় চর্চার আলোয় উঠে এলেন।

আরও পড়ুন -  বিয়ে-পরকীয়া-বিচ্ছেদ নিয়ে টালমাটাল টলিউড, এই সময়ে বিয়ে ভাঙলেন আমির !

২০০৫ সালে লীনা যাদব পরিচালিত ‘শব্দ’তে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন এবং সঞ্জয় দত্তকে। ছবিতে এই দুই তারকাকে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল। ‘লো শুরু আব চাহাতো কা’ গানের দৃশ্যেই একে অপরের ঘনিষ্ট হতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন -  Kiev: ১২০২ মরদেহ উদ্ধার, ইউক্রেনের কিয়েভ অঞ্চল থেকে

তাদের এই ঘনিষ্ঠ গানের দৃশ্য যে ঐ সময়ে রীতিমতো শোরগোল ফেলেছিল গোটা দর্শকমহলে। সেইসময় তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চর্চাও চলেছিল মিডিয়ার পাতায়। সম্প্রতি সেই গানের দৃশ্যই পুনরায় ভাইরাল হয়েছে একাংশের মাঝে। সেই সূত্রেই আবারো চর্চায় এই দুই প্রথম সারির তারকা।