সেই দোলে প্রেমের নাচিতে আমার কবিতা

Published By: Khabar India Online | Published On:

দোল আসছে সেই আকাশে,
তার সাথে এসেছে প্রেমের মাধুরী।
মন আনন্দে ভরা, প্রেমে আবরণিত,
দোল উৎসবে প্রকাশ করে সৌরভে।

প্রেমের বিনোদন বাজারে আছে,
প্রেমের সব রঙ উঠে আসছে।
ভরা আছে সব কথার মধুরতা,
প্রেমের স্বপ্ন একটু হাসিতে ছিলো আজ।

আরও পড়ুন -  বন্দে ভারত ট্রেন নিয়ে বড় আপডেট, চালু হবে এই সব রুটে

দোল উৎসব শুভেচ্ছা জানাই,
তোমাদের সবার প্রেম ফুটুক পুরাই।
হৃদয়ে প্রেমের স্বপ্ন রঙিন হোক,
আপনার সব স্বপ্ন সত্য হোক।

সেই দোলে হাস্য ঝকিমকি,
প্রেমের মধু করে পাগল সবাই।
প্রেম এক বাইরে আরেকটি ভেতরে,
দোলের পাখির সঙ্গে নাচে সবাই।

আরও পড়ুন -  হট লুকে জাহ্নবী কাপুরের এই ছবি দেখে ঘাম ঝরছে নেটিজেনদের

আকাশ হল সেই দোলের মাঠ,
মেঘের সাথে হাসি মিশে উঠছে সবাই।
প্রেমের কথা আছে সেই মাঝে,
মনের ভালোবাসার পাখি উড়ে যায় নাই।

দোল উৎসবে সবার পাশে আছি,
হৃদয়ে প্রেমের স্বপ্ন নিয়ে হাসি।
প্রেমের মাধুরী ছড়িয়ে দিন সবার উপরে,
সবাই নাচছে মেলে মেলে সেই দোলের সঙ্গে।

আরও পড়ুন -  Hariyanvi Dance: হরিয়ানভি নৃত্যের জগতে গোরি নাগোরি এখন অন্যতম জনপ্রিয় নাম