Rani Chatterjee: ভোজপুরি অভিনেত্রী ছবি শেয়ার করলেন শরীরচর্চার, অনবদ্য নায়িকা জিমে

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী রানি চ্যাটার্জী। বাঙালি হয়েও নাম করেছেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

নিজের শরীরচর্চার একাধিক ছবি কিংবা ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন। অভিনয়ের ফাঁকেও বিভিন্ন সময়ে ওয়েস্টার্ন লুকে দেখা দেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্প্রতি শরীরচর্চার পোশাকে আবারো বোল্ড লুকে অভিনেত্রী, পুনরায় চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে সোশ্যাল মিডিয়া কুইন বলা হয়। নিজের একাধিক ছবি এবং ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা মিলিয়নে উপরে। তার শেয়ার করা কোন কিছুই যে ভাইরাল হতে বেশি সময় নেয় না।

আরও পড়ুন -  এই অংশে তিল Monalisa-র শরীরের, ছবি প্রকাশ্যে প্রথমবার, আতঙ্ক তৈরি সোশ্যাল মিডিয়ায়

সম্প্রতি আবারো জিম লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় হাজির অভিনেত্রী, যা দেখে চোখ ধাঁদিয়ে গিয়েছে অধিকাংশ ভোজপুরি দর্শকদের। তিনি নিজেই সেই ঝলক নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন। মুহূর্তে যেটি রীতিমতো ভাইরাল।

আরও পড়ুন -  শেষে আমওয়ালির সঙ্গে মাখামাখি রোম্যান্স করলেন কেশরী লাল যাদব, ভিডিও দেখে ভক্তরা খুশি

সম্প্রতি শরীরচর্চার মাঝেই নিজের বোল্ড জিম লুক শেয়ার করে নিয়েছেন রানি চ্যাটার্জী। ছবিতে একেবারে স্কিন টাইট প্রপার জিম পোশাকে দেখা মিলেছে তার।

বেগুনি রঙের জিম পোশাকে, খোলা চুলে, বিনা মেকাপেই ছিলেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী নিজের যে ২টি মিরর সেলফি শেয়ার করে নিয়েছেন সেটি জিমের আয়নার সামনে দাঁড়িয়েই তুলেছেন তিনি। ছবিতে নজর রাখার পর তা বুঝতে বাকি নেই কারোরই। শরীরচর্চার শেষেই নিজের জিম লুক নেটজনতার পাশাপাশি তার সমগ্র ভক্তমহলের সাথে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। তার সাম্প্রতিক লুক পছন্দ হয়েছে তার ভক্তদের।

আরও পড়ুন -  Gold Limit: কত সোনা মহিলারা বাড়িতে রাখতে পারবেন? জানুন সরকারি নিয়ম