VIDEO: অন্তরঙ্গ চাল রাতে ঘুমাতে দেবে না, ‘খাটিয়া’ রোম্যান্সে সেরা, ভিডিও দেখুন

Published By: Khabar India Online | Published On:

সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা বা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়।

 তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে।

ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে।

তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়।

আরও পড়ুন -  দুই যুবতী, প্রকৃতির মাঝে অসমীয়া গানে অসাধারণ নৃত্য, ভিডিও দেখুন

 ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি।

এই জুটি বহুদিন ধরেই এইভাবেই সকলকে আনন্দ দিয়ে আসছে। তাদের পুরনো অনেক গান আজকের দিনেও বেশ জনপ্রিয়। সবাই এখন তাদের দুজনের জুটির একটি পুরনো গান “ও দিহালা লাহেঙ্গাওয়া সারকাই” নিয়ে রীতিমতো মেতে উঠেছেন।

আরও পড়ুন -  Afghanistan: আফগান নারীর আত্মহত্যা, পাথর ছুড়ে মৃত্যুদণ্ড

গানটি একটা সময় পর্যন্ত একটি বড় হিট ছিল৷ গানে আম্রপালিকে দারুন দেখাচ্ছে একটি সুন্দর শাড়ি পরা অবস্থায়। নিরহুয়াও আকর্ষণীয় বলা হয়। নিরহুয়া এবং আম্রপালি দর্শকদের কাছে সবসময়ই একটি জনপ্রিয় দম্পতি। ফলস্বরূপ, “দিহালা লাহেঙ্গাওয়া সারকাই” ইউটিউবে ঝড় তুলতে শুরু করেছে। গানটি “নিরহুয়া হিন্দুস্তানি” সিনেমার অন্তর্গত।

আরও পড়ুন -  এলাকায় পরিচিত মুখ। নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন

 প্রিয়াঙ্কা সিং ও খেসারি লাল যাদব এই গানটি গেয়েছিলেন। গানটির কথা লিখেছেন প্রমোদ শকুন্তলম। এই গানটি এত পুরানো হওয়া সত্ত্বেও, শ্রোতারা দীর্ঘকাল ধরে এর প্রতি আকর্ষণ উপভোগ করেছেন। গানটি বিআইপিএলের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।