ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়াতে, বাইক চালাচ্ছে এক যুবক, কুমিরের পিঠে চড়ে

Published By: Khabar India Online | Published On:

অনেক ভিডিওই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিছু ভিডিও ভালো, আবার কিছু ভিডিও এমন যে সেগুলি খুবই মর্মান্তিক। এইরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুমিরটিকে বাইকের ওপরে বসিয়ে কোনো ভয় ছাড়াই রাস্তায় বাইক চালাচ্ছেন এক ব্যক্তি। লোকটি মোটেও ভয় পায় না কুমিরের থেকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও মানুষকে অবাক করে দিচ্ছে।

আরও পড়ুন -  রম্ভা ইন্দ্রান, এক সময়ের বলিউড ডিভার অম্লান সৌন্দর্য ও অভিনয় প্রতিভা মুগ্ধ করেছিল, আবার ছবি দেখে ‘ক্রাশ‘ খেলেন ভক্তরা

এই ভিডিওটি এডিট করা হতে পারে, এটি একটি নকল কুমিরও হতে পারে। তবে সে যাইহোক, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশ ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে একটি ছেলে ভয় না পেয়ে কুমিরের পিঠে বসে বাইক চালাচ্ছে। ভিডিওতে দেখা যায় বাইকে রাখা রয়েছে একটি বিশালাকার কুমির।

আরও পড়ুন -  কমবয়সী যুবতী অসম্ভব সুন্দর নাচল হিন্দি গানে, ইন্টারনেটে ভাইরাল VIDEO

রীতিমতো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। যুবকটি কুমিরের উপর বসে আছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অদ্ভুত একটি ভিডিও দেখেই মানুষ অত্যন্ত অবাক হচ্ছেন।

এটি যে আসল কুমির সেটির কোনো প্রমাণ মেলেনি। এটা সম্ভব হতে পারে যে, এই ভিডিওটি এডিট করা হয়েছে।  বা ভিডিওতে থাকা কুমিরটি নকল। যে কোন কিছুই ঘটতে পারে।

আরও পড়ুন -  রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে, ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ

 সোশ্যাল মিডিয়ায় এভাবেই ভাইরাল হয়ে যাচ্ছে এই ভিডিও। এটি ইনস্টাগ্রামে oy._.starrr নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার মানুষ লাইক করেছে। লক্ষাধিক ভিউ এসেছে এই ভিডিওটিতে। এই ভিডিওতে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by @oy._.starrr