33 C
Kolkata
Tuesday, May 21, 2024

Messi-Ronaldo: মেসি-রোনালদোর দ্বৈরথ, আজ রাতে

Must Read

আবারও মুখোমুখি হতে যাচ্ছে সময়ের দুই ফুটবল কিংবদন্তি লিওলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে রিয়াদ কিং ফাহাদ স্টেডিয়ামে দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ। অনেকেই মনে করছেন এটাই হয়ত তাদের শেষ দেখা।

বিশ্বজয়ের আনন্দে মাতোয়ারা মেসি, অন্যদিকে সৌদি আরবে ফুটবলে ক্যাপ্টেন হিসেবে রোনালদোর অভিষেক। পিএসজিতে মেসির সঙ্গে আছেন সময়ের অন্যতম দুই সেরা তারকা নেইমার ও এমবাপ্পে। সৌদি অলস্টার একাদশ সাজানা হয়েছে আল নাসর ও আল হিলালের সমন্বয়ে।

আরও পড়ুন -  শিক্ষিকার সঙ্গে ছাত্রের অন্তরঙ্গ ফটোশুট, শিক্ষা সফরে গিয়ে

প্রদর্শনী ম্যাচ হলেও দর্শকদের মন ভরিয়ে দিতে চায় পিএসজি। জানিয়েছেন, কোচ ক্রিস্টোফ গালটিয়ের।

গালটিয়ের বলেন, মেসি-রোনালদো সেরা তারকা। ১২টা ব্যালন ডি’অর জয় করেছেন দুজন। এটা আন্তর্জাতিক ফুটবলের জন্য বিশেষ একদিন। শুধু একটা প্রীতি ম্যাচ নয়, দর্শকরা দেখতে পাবে তাদের দুজনের খেলা। মাঠে প্রতিযোগিতাও হবে বলে আমার বিশ্বাস। এখনো ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি রোনাদোর। সৌদি অলস্টারসের হয়ে অভিষেক হচ্ছে সিআরসেভেনের।

আরও পড়ুন -  সজনে ফুলের বড়া রেসিপি

 ২০২০ সালের ডিসেম্বরে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস-বার্সেলোনা। ৩-০ তে জিতেছিল রোনালদোর দল। দু’জনের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে মেসি। ৩৬ ম্যাচে এলএমথার্টির ১৬ জয়ের বিপরীতে সিআরসেভেনের ১১। গোল আর অ্যাসিস্টেও এগিয়ে আর্জেন্টাইন সুপারস্টার।

আরও পড়ুন -  Neymar: বড় জয় পিএসজির, নেইমারের জোড়া গোলে

মেসি-রোনালদোর দ্বৈরথ উপভোগ করতে ম্যাচের টিকিট নিয়ে তৈরি হয় তোলপাড় অবস্থা। প্রথম দিকে টিকিটের মূল্য নির্ধারিত ছিল ২.৫ লাখ ইউরো। যা ছিল নিলাম প্রক্রিয়ার অধীনে। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সেই মূল্য ৭.৫ লাখ ইউরো ছাড়িয়েছে।

পিএসজির সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে (ইউটিউব বা ফেসবুক) সরাসরি সম্প্রচার করা হবে মেসি-রোনালদোর এই দ্বৈরথ।

Latest News

Web Series: বিছানায় নিয়ে এসে বোনের প্রেমিকার সঙ্গে রোমান্স করলেন যুবতী, হট দৃশ্যে দিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি

Web Series: বিছানায় নিয়ে এসে বোনের প্রেমিকার সঙ্গে রোমান্স করলেন যুবতী, হট দৃশ্যে দিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি।  Web Series...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img