Aashram 3: ববিতা বৌদির স্বচ্ছ স্ট্র্যাপি পোশাকে কিলার পোজ, নিরালা বাবা দেখে নিয়ন্ত্রণ হারাবেন

Published By: Khabar India Online | Published On:

ত্রিধা চৌধুরী। টলিউড ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি, এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অভিনয় করে গোটা ভারতবর্ষের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের “মিশর রহস্য” থেকে অভিনয় জগতে পা রেখেছিলেন।

 জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর হিন্দি ওয়েব সিরিজ “আশ্রম” এ ববিতা বৌদি চরিত্রে অভিনয় করে। ববি দেওলের সাথে ত্রিধার অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্ত লক্ষ লক্ষ নেটিজেনের রাতের ঘুম উড়িয়েছে।

আরও পড়ুন -  TV Serial Actress: এই সুন্দরীরা, টিভি সিরিয়ালের পাশাপাশি, সাহসী হয়ে উঠেছেন ওয়েব সিরিজে, সামনে এসেছে এমন ছবি

বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী বরাবর তার সাহসী মানসিকতার জন্য সোশ্যাল মিডিয়াতে সুপার ট্রেন্ডিং হয়ে ওঠেন। অন্তরঙ্গ মুহূর্তের সিনে নিজেকে যেমন সঁপে দেন, তেমন কখনো আবার সোশ্যাল মিডিয়াতে ছোটখাটো পোশাক পরে বা সাহসী পোজে ছবি তুলে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি।

আসলে পরিচালক প্রকাশ ঝা এর আশ্রম ওয়েব সিরিজে অভিনয় করার পর থেকে অভিনেত্রী ত্রিধার জনপ্রিয়তা উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন -  Puja Banerjee: গভীর চুমু দিয়ে করওয়া চৌথের ব্রত পালন অভিনেত্রী পূজার !

 অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে টক অফ দ্যা টাউন হয়ে ওঠে। অভিনেত্রী ফ্যানেরা ছবিতে রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বয়ে দেন।

 ছবি পোস্ট করলেই দাবানলের মতো তা ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে যায়। সম্প্রতি অভিনেত্রীর বেশ কিছু ছবি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে হয়তো নিরালা বাবাও নিয়ন্ত্রণ হারাতে পারেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী ত্রিধা চৌধুরী একটি স্ট্র্যাপি পোশাক পরেছেন যার অনেক কাটা অংশ দিয়ে তার শরীরের অনাবৃত অংশ দেখা যাচ্ছে। এছাড়াও পোশাকের ডিপনেক তার ক্লিভেজ স্পষ্ট করেছে।  কিলার পোজে ফটোশুট দেখে রাতের ঘুম উড়ে গেছে দর্শকদের।

 

View this post on Instagram

 

A post shared by Tridha Choudhury🪬 (@tridhac)