Devleena Kumar: দেবলীনা উত্তাপ ছড়ালেন, লোহিত সাগরের তীরে, নীলনদের দেশে

Published By: Khabar India Online | Published On:
অভিনেত্রী দেবলীনা কুমার। ছবিঃ জি নিউজ।

ইজিপ্টে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী দেবলীনা কুমার। একবার শাড়ি পরে নীলনদের ক্রুজে, কখনও আবার লাল শাড়িতে পিরামিডের সামনে নজর কাড়ছেন অভিনেত্রী।

আরও পড়ুন -  200 Rupee Note: নতুন বছরে চমকপ্রদ ঘোষণা আরবিআই-এর!

 এবার বিকিনিতে উত্তাপ ছড়ালেন দেবলীনা। লাল ব্রালেট ও প্রিন্টেড বিকিনিতে দেবনীলায় মুগ্ধ নেটপাড়া।

অভিনেত্রী পোস্টেই জানান দেন যে, লোহিত সাগরের তীরে এই ফটোশ্যুট করেছেন।

ক্যাপশনে নায়িকা লিখেছেন, ভালো করে কার্ব খাও। বরাবরই নিজের ফিটনেস নিয়ে খুবই সতর্ক দেবলীনা।
ইজিপ্টে যে উত্তাপ ছড়িয়েছেন দেবলীনা তার আঁচ পড়েছে নেটপাড়াতেও।

আরও পড়ুন -  এই সিরিজ দেখলে ঘাম দেবে, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না