Love: কার্তিক প্রেম করছেন, হৃতিকের বোনের সঙ্গে!

Published By: Khabar India Online | Published On:

অভিনেতা কার্তিক আরিয়ান, বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম একজন। নিজের তারকাখ্যাতি নিয়ে যেমন আলোচনায় থাকেন তেমনি প্রেম ও ডেটিং লাইফ নিয়েও আলোচনায় এই তারকা। সম্প্রতি সবচেয়ে বড় খবর, বলিউড মেগাস্টার হৃতিক রোশানের বোন পশমিনার সঙ্গে ডেট করছেন কার্তিক!

একটি নিউজ পোর্টালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কার্তিক ও পশমিনাকে একে অপরের বাড়িতে সাক্ষাৎ করতে দেখা গেছে। দুজন নিয়মিত দেখা করছেন ভিন্ন ভিন্ন জায়গায়।

আরও পড়ুন -  "আপনি কি জানেন? কই ভোলা মাছের এই সহজ রেসিপি দিয়ে কতটা স্বাদ পাবেন!"

পশমিনার সাথে নিজের বাসভবনেও সময় কাটাচ্ছেন কার্তিক। মিডিয়ার দৃষ্টি এড়াতে তারা সব ধরনের চালাকি করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করেছেন।

সম্প্রতি দিপাবলী উপলক্ষে কার্তিক জুহুতে তার নতুন ম্যাকলারেনে করে ঘুরিয়েছেন পশমিনাকে। পিংকভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই জুটি শহরের কয়েকটি বিশেষ জায়গায় নিয়মিত আড্ডা দেন, তাদের প্রিয় জায়গায়।

আরও পড়ুন -  Mouni Roy: লাল গাউনে উন্মুক্ত ক্লিভেজ, বাজিমাত ‘নাগিন’ অভিনেত্রীর হট লুকে

 আগে সারা আলী খানের সঙ্গে ডেট করছিলেন কার্তিক। ইমতিয়াজ আলীর ‘লাভ আজ কাল’-এ অভিনয় করার সময় একে অপরের কাছে আসেন এই জুটি। তাদের নিয়মিত ডেটিংয়ের গুঞ্জনও শোনা যায় তখন। শীঘ্রই সেই বন্ধুত্বে ফাটল ধরে বলেও জানা যায়।

আরও পড়ুন -  Rajinikanth: ছুটি ঘোষণা সিনেমা দেখার জন্য রজনীকান্তের

 কার্তিকের হাতে আকর্ষণীয় চলচ্চিত্রের একটি লাইন-আপ রয়েছে, যার মধ্যে ‘ফ্রেডি’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘সত্যপ্রেম কি কথা’ ও ‘আশিকি ৩’ মুক্তির অপেক্ষায় আছে। অপরদিকে, ‘ইশক ভিশক রিবাউন্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে পশমিনা।