34 C
Kolkata
Sunday, May 19, 2024

Plane Crashed: ভিক্টোরিয়া হ্রদে বিমান বিধ্বস্ত, যাত্রীবাহী বিমান

Must Read

যাত্রীবাহী বিমান তাঞ্জানিয়ার বাকুবা শহরের বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ভিক্টোরিয়া হ্রদে পড়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটির ৪৯ জন যাত্রীর মধ্যে ২০ জনেরও বেশি জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -  Haryanvi Dance: এই হরিয়ানভি নৃত্যশিল্পী রচনা তিওয়ারিকেও টপকে গেলেন, ভাইরাল হলো ঝলক

এই সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। উদ্ধারকর্মী এবং স্থানীয় জেলেরা দুর্ঘটনাস্থলে জীবিতদের সন্ধান করছে।

 বিমানটি প্রায় পুরোটাই হ্রদের জলেতে ডুবে থাকতে দেখা গেছে। বিমানটির লেজের অংশটি জলের ওপরে ভেসে আছে। চারপাশ ঘিরে রয়েছে উদ্ধারকর্মীরা ও নৌকা।

আরও পড়ুন -  উত্তর রেলওয়ে হোলির সময় যাত্রীদের সুবিধার্থে ১৮ টি নতুন বিশেষ ট্রেনের ঘোষণা করেছে

বাকুবা বিমানবন্দরের একটি দিকের রানওয়ে চলে গেছে আফ্রিকার সর্ববৃহৎ হ্রদ ভিক্টোরিয়ার তীরের পাশ দিয়ে।

তাঞ্জানিয়ার বেসরকারি প্রিসিশন এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সবচেয়ে বড় শহর দার এস সালাম থেকে মোয়াঞ্জা শহর হয়ে বাকুবায় যাচ্ছিল। তখন বিমানটি ঝড় এবং প্রবল বৃষ্টির মধ্যে পড়ে বলে জানা গেছে।

আরও পড়ুন -  ভেঙে পড়লো উড়ন্ত বিমান

Latest News

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img