Dance Video: সুন্দরী যুবতীর দুর্দান্ত নাচ, ‘বন্ধু তিনদিন’ গানে, ভিডিও ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

 সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে!

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী, সোনামিকা ‘বন্ধু তিনদিন’ গানের তালে নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

আরও পড়ুন -  Dance Video: হট স্টাইলে নাচলেন এই যুবতী “চিকনি কোমর” গানের তালে, এখন এই ভিডিও দেখে নেটদর্শকরা কি করছেন?

সম্প্রতি সোনামিকা নিজের সাম্প্রতিক নাচের ভিডিওটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ৩ দিন আগে শেয়ার করে নিয়েছিলেন। মুহূর্তে ২০ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে সেই ভিডিওটি।

আরও পড়ুন -  বিশাল আকৃতির ষাঁড় গাড়ির উপরে! পুলিশ এসে কি করলেন দেখে নিন (Viral Video)

নিজের বাড়ির ছাদেই ‘বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না’র সাথে নিজের নাচের এই ভিডিওটিও বানিয়েছেন তিনি। ভিডিওতে সোনামিকা কালো ও গোলাপি শিফন শাড়িতে মানানসই সাজেই ছিলেন। তার সাজ ও নাচ দুই’ই আবারো মন জয় করে নিয়েছে নেটনাগরিকদের একাংশের পাশাপাশি তার ভক্তদেরও।

আরও পড়ুন -  Dance Video: দুর্দান্ত নাচ ‘মহড়া’র গানে যুবতীর, প্রশংসা নেটমহলে ভাইরাল হতেই