শিলিগুড়ি আর্ট অফ লিভিং এর এবারের মত পুজো সমাপ্ত, আসছে বছর আবার হবে

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   শিলিগুড়ি আর্ট অফ লিভিং এর এবারের মত পুজো সমাপ্ত, আসছে বছর আবার হবে।

শিলিগুড়ি আর্ট অফ লিভিং এর এবারে ৪০ তম বর্ষ ছিল দুর্গোৎসব এর, পুজোর কটা দিন আনন্দ করে কাটালেন সবাই।

আরও পড়ুন -  Ankita Mallick: নেকলাইনে স্পষ্ট বক্ষবিভাজিকা, ‘জগদ্ধাত্রী’র এই নতুন রূপে নেটিজেনরা হা...

আজ মায়ের বিদায় বেলা, বিজয়া দশমী। মাকে বরণ করলেন মা, দিদি, কাকিমা ,বোনেরা। পুজোর কটা দিন বেশ আনন্দের সাথে কাটালেন সবাই। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া, গল্পগুজব, ছবি তোলা, নাচ ও গানের মাধ্যমে মায়ের আরাধনা করা, এগুলি সত্যিই বাড়তি পাওনা। মাকে বরণ করার পর সবাই নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মাতলেন। সবার গলায় বিষাদের সুর, তবে মা আসছেন আগামী বছর সেই প্রতীক্ষায় আজ থেকে দিনগোনা শুরু।

আরও পড়ুন -  Web Series: এবার OTT প্ল্যাটফর্মে রিলিস হল সাহসী ওয়েব সিরিজ রোমান্সের ভরপুর, ১৮+ হলে তবেই দেখবেন