প্রয়াত ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নামে দিল্লিতে একটি হাসপাতালে দাবি ইদ্রিস আলী র

Published By: Khabar India Online | Published On:

ওয়াসিম বারি, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ALL INDIA MINORITY FORUM এর চেয়ারম্যান বিধায়ক ইদ্রিশ আলি ।তিনি বলেন, প্রনবদা আমাদের মতো কনিষ্ঠদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন ।তাঁর স্নেহ ও ভালবাসার কথা আমি কোনদিন ভুলতে পারবো না। স্বাধীন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্তূতিশক্তি প্রচন্ড ছিল ।তাঁর নামে দিল্লিতে একটি হাসপাতাল করার দাবি জানানো হয় ALI INDIA MINORITY FORUM এর তরফ থেকে কেন্দ্র সরকারের কাছে। বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে প্রনবদার মতো অসাধারন ব্যাক্তিত্বের সঙ্গে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছিল।

আরও পড়ুন -  Bhagyashree: ভাগ্যশ্রী বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন কেন ?