অঙ্গুরি ভাবি, হালকা নীল পোশাকে দর্শকদের নজর কাড়লেন, নতুন সেন্সেশন ইনস্টাগ্রামে

Published By: Khabar India Online | Published On:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রে কয়েক বছর ধরে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ভাভি জি ঘর মে হে’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন।

 ধারাবাহিকে তার মূল চরিত্রের নাম হল অঙ্গুরি ভাবি, এই মুহূর্তে সারা ভারতে তিনি এই নামেই বেশি পরিচিত। ছোট পর্দায় নয় সোশ্যাল মিডিয়াতেও তিনি একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের জন্য মাঝে মধ্যেই তিনি এমন কিছু ছবি পোস্ট করেন যা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন -  উন্মুক্ত নাভি, হট লুকে, ঝড় তুললেন হটকেক মধুমিতা

শুভাকাঙ্ক্ষীদের জন্য সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই বিভিন্ন পোস্ট করেন শুভাঙ্গী। বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করে সকলের সঙ্গে কানেক্টেড থাকতে চান।

ধারাবাহিকে তিনি যেমন চরিত্রে অভিনয় করেন আসল জীবনে কিন্তু তার থেকে একেবারে উল্টো। আসল জীবনে কিন্তু তিনি অত্যন্ত বোল্ড এবং মাঝে মধ্যে বিভিন্ন ছবিতে তার রূপের আসল ঝলক দেখান।

আরও পড়ুন -  Mimi Chakraborty: বিদেশে ছুটি কাটাচ্ছেন মিমি, ছোট্ট টপ-শর্টস পোশাকে

কিছুদিন আগেই নিজের ভক্তদের উদ্দেশে একটি ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী শুভাঙ্গী অত্রে। একটি জলের ধারার পাশে বসে একটি হালকা নীল রঙের পোশাক পরে তিনি পোজ দিয়েছেন।

আরও পড়ুন -  Weather Alert: দক্ষিণবঙ্গের এই জেলাগুলি দুর্যোগ, বৃষ্টি ও ঝড়ের দাপট!

 ছবিতে তাকে একেবারেই লাস্যময়ী লাগছে। এই ছবির লাস্যময়তা যেনো সবকিছুকে একেবারে ছাপিয়ে গিয়েছে। অঙ্গুরী ভাবির এই লুক সকলের নজর কেড়েছে এবং তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন।

 

View this post on Instagram

 

A post shared by Shubhangi Atre (@shubhangiaofficial)