VIRAL: ভোজপুরি গানটি খুব রোমান্টিক, নিরাহুয়া ও আম্রপালি দুবের, দরজা বন্ধ করে দেখুন

Published By: Khabar India Online | Published On:

 জনপ্রিয় তারকা দিনেশ লাল যাদব ওরফ নিরাহুয়া এবং ভোজপুরির অত্যন্ত বোল্ড অভিনেত্রী আম্রপালি দুবে-র এই কেমিস্ট্রি সবসময় সকলে বেশ পছন্দ করেন।

এদের জুটির যে সমস্ত গান ইউটিউব এবং অন্যান্য মাধ্যমে রিলিজ করে সেই সব জায়গাতেই, এই ভিডিওগুলি অত্যন্ত জনপ্রিয় হয়। দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের এই কম্বিনেশন সকলের মন জিতে নেয়।

আরও পড়ুন -  IPL 2023: এক ঝাঁক তারকা ক্রিকেটার দেশের হয়ে খেলতে নারাজ IPL-এর জন্য, নতুন প্রতিভাদের খোঁজ

সম্প্রতি তাদের জুটির একটি নতুন ভোজপুরি গান “অঞ্জোর করে ইন্ডিয়া মে” সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে। ইউটিউবে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই রোমান্টিক গান ও রোমান্টিক জুটির কেমিস্ট্রি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

বেশ কিছু জায়গায় অত্যন্ত দ্রুত ভাইরাল হতে শুরু করেছে এই ভোজপুরি গান। এই গানটি গেয়েছেন ৪জন ভোজপুরি সংগীতশিল্পী। এদের মধ্যে আছেন রিনি চন্দ্রা, আলোক সিং, প্রিয়াঙ্কা সিং, ও ধনঞ্জ়য় মিশ্র। এই গানটি লিখেছেন আজাদ সিং এবং এই গানের মিউজিক দিয়েছেন ধনঞ্জ়য় মিশ্র।

আরও পড়ুন -  BHOJPURI: গভীর রাতে পাতলা গোলাপি শাড়ি পরে নিরাহুয়ার সঙ্গে এই ভাবে রোমান্স করলেন আম্রপালি, ভাইরাল হল ভিডিও

 ভিডিওতে আম্রপালি দুবে নিজের বোল্ড চরিত্রের মাধ্যমে সকলকে একেবারে চমকে দিয়েছেন। অন্যদিকে আবার নিরাহুয়া তার দুর্দান্ত নাচ এবং অভিনয়ের মাধ্যমে আম্রপালীর সঙ্গে একটি রোমান্টিক কেমিস্ট্রি তৈরি করেছেন। এই রোমান্টিক কেমিস্ট্রি এই গানটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

আরও পড়ুন -  নাকে নথ, কপালে টিপ, মাথায় ফুল, সাধের অনুষ্ঠানে হবু মা নুসরত

এই গানটি ইউটিউবে ৪ কোটি ভিউ কামিয়ে নিয়েছে মাত্র কয়েকদিনের মধ্যেই। এই গানের ভিডিওটিকে হাজার হাজার মানুষ লাইক করেছেন এবং প্রচুর মানুষ এই গানের ভিডিওতে কমেন্ট করেছেন এবং অনেকেই এই গানের ভিডিওটি নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করে নিয়েছেন।