Jeetu-Nabanita: স্বামী জিতুকে বাহুবন্ধনে ধরে রাখলেন নবনীতা, সুইমিংপুলে জলের তলায় মাখো মাখো প্রেম

Published By: Khabar India Online | Published On:

চলছে ভাদ্র মাস, তার মধ্যে জলের তলায় মাখো মাখো প্রেম। নীল জলের সুইমিং পুলে লম্বা ঝাঁপ দিয়েই সটান স্ত্রীকে জাপটে ধরলেন, জলেই শুরু দুষ্টু মিষ্টি রোম্যান্স।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় একবার পোস্ট করা হয় মানুষ তো দেখবেই। উপরি পাওনা হল দুজনেই বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ। একজন ইতিমধ্যে অপরাজিত করে সত্যজিৎ রায়ের নাম আরও উজ্জ্বল করেছেন।  অন্যজন হলেন বাংলা ধারাবাহিকের এক মিষ্টি মেয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় জিতু কমল ও তার স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস। মহাপীঠ তারাপীঠ এ শেষ বার দেখা যায় নবনীতা দাসকে। জিতু কমলকে ধারাবাহিকের বাইরে অপরাজিত সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন -  Vicky Kaushal: ভিকি কৌশল অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ, এই সবে বিয়ে হলো! ক্যাটরিনা কি জানে ?

অনীক দত্তের ছবি ‘অপরাজিত’ তাকে এক বিরাট সাফল্য এনে দিয়েছে। পরিচিতি, যশ এবং সাফল্য দুইই পেয়েছেন। শোনা যাচ্ছে আগামী সিনেমা তিতুমীর এর জন্য নিজেকে তৈরি করছেন জিতু কমল।

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

২০১৯ এর বৈশাখী সন্ধ্যায় গাঁটছড়া বাঁধেন ছোটপর্দার অমিতাভ আর জয়া। লক ডাউনের আগে বহু জায়গায় ঘুরতে গেছেন, জীবনে হাসি খুশি মোটিভ নিয়ে এগিয়ে চলেছেন এই জুটি। একসঙ্গে চলার অঙ্গীকার নিয়েই মাঝে মধ্যে জুটিতে মিলে এদিক ওদিক ঘুরতে চলে যান, দুজনে দুজনের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  ছট আরাধনা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির

সম্প্রতি, জিতু ও নবনীতা দুজনেই কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন, যেখানে নবনীতা তার স্বামী জিতুকে এক বুক জলে দাড়িয়ে জড়িয়ে ধরে রয়েছেন। নবনীতার হাতে শাখা পলা বিশেষ করে নজর কেড়েছে ছবিতে। জিতু সেরকম হ্যান্ডসাম লুকে ধরা দিয়েছেন ছবিতে, তার শরীরে নেই কোনো বাড়তি মেদ, পেটের অ্যাবস তাকিয়ে আছে সেক্সি পোজে। পাশাপাশি ভিডিওতে দেখা যাচ্ছে, জিতু একটা ড্রাইভ দিলেন জলে, দিয়েই নবনীতাকে জড়িয়ে ধরে পোজ। ব্যাস নেট জনতার মনেও রোম্যান্স গুনগুন করে ওঠে। কেউ কমেন্ট করে লেখেন দুর্দান্ত তো কেউ বলেন সুইট কাপল।