VIDEO: নিরাহুয়ার সাথে অন্তরঙ্গ নাচে মত্ত আম্রপালি দুবে বৃষ্টিতে ভিজে, হুঁশ উড়বে ভিডিও দেখে

Published By: Khabar India Online | Published On:

 বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি সিনেমার কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন। সম্প্রতি দীনেশ লাল যাদবের সাথে একটি রোমান্টিক গানের ভিডিও শুট করে ইউটিউবে জনপ্রিয় হয়েছেন তিনি।

আরও পড়ুন -  Nirhua-Amarapali Video: আম্ভ্রপালি দুবে এই জিনিস দেখালেন, নীরাহুয়াকে, অভিনেতা ঘামতে শুরু করল

ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য।

অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। সম্প্রতি ইউটিউবে আম্রপালির একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনারও চক্ষু ছানাবড়া হতে পারে।

আরও পড়ুন -  BHOJPURI: পবন সিং-এর রোমান্টিক নাচ অক্ষরা সিংয়ের সঙ্গে, সেই নাচের ভিডিও ভাইরাল ইন্টারনেটে

দীনেশ লাল যাদবের সাথে ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে একটি সিনেমার শুটিংয়ে কাজ করছিলেন। সেই সিনেমার একটি গান ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে। এই গানটির নাম, “কারেলা মান পাট যাই”। এই গানটি আশিক আওয়ারা ভোজপুরি সিনেমার। এই মিউজিক ভিডিওতে শাড়ি পরে বৃষ্টিতে ভিজে নিরাহুয়ার সাথে অন্তরঙ্গ নাচ করেছেন। তাঁদের কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে।

আরও পড়ুন -  VIRAL: বোল্ড আউট নেটজনতা, রবি কিসান ও অঞ্জনা সিং এর কিলার এক্সপ্রেশনে, ভিডিও দেখুন

ভিডিওটি ইউটিউবের পেজ WWR Hamar Bhojpuriya-এ শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ লাইক পাচ্ছে এই ভিডিওটি। একইসঙ্গে এই ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছে।