Sudipa Chatterjee: অরিত্রর পর আরেক অভিনেত্রীকে আক্রমণ সুদীপার

Published By: Khabar India Online | Published On:

শ্রীলেখা মিত্র, প্রতিবাদের ভাষা নিয়ে হাজির হন সোশ্যাল মিডিয়ায়। মাঝে মধ্যেই সোশ্যাল ইস্যু নিয়ে নিজের মন্তব্য পেশ করেন।

এবারেও নতুন বিষয় নিয়ে দু চার কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এবারে বিষয় হলেন সুদীপা বন্দোপাধ্যায়ের বিশেষ পোস্ট। গত দুদিন আগে ফুড ডেলিভারি বয় সম্পর্কে সুদীপা বলেন ‘আমি শুধু জানতে চাই সুইগির একজন ডেলিভারি বয়-ও কেন ফোন না করে গন্তব্যে পৌঁছতে পারে না। আর ফোন করে কেন বলে, আমি আসছি, আপনি গেটটা খুলুন। আমি কি দারোয়ান নাকি যে গেট খুলব’।

আরও পড়ুন -  ‘ থলথলে বৌদি ’ বলে কটাক্ষ রিমঝিমের, মক্ষোম জবাব দিয়েছেন, অভিনেত্রী শ্রীলেখা মিত্র

 এতেই ক্ষেপে যান অনেকে। অনেকেই সুদীপার পোস্ট নিয়ে সমালোচনা করে। অভিনেতা অরিত্র দত্ত বণিক সোশ্যাল মিডিয়ায় এসে দাড়োয়ান প্রসঙ্গে সুদীপাকে এক হাত নেন। তিনি রীতিমত রান্নাঘরের রানীকে অহংকারী বলেন। এতেও চটে যান সুদীপা। অরিত্রর পরিবারকে পর্যন্ত অপমান করেন সুদীপা।
এবারে ময়দানে নেমেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি সোশ্যাল মিডিয়ায় সুদীপা র ডিলিট করা পোস্ট পুনরায় শেয়ার করে লেখেন….

আরও পড়ুন -  সুদীপা চ্যাটার্জীর গোপাল অর্থাৎ ছেলে আদিদেব জন্মাষ্টমীর সাজে, গোপালকে দেখে মুগ্ধ